লোকসভা ভোটের মতই প্রতিশ্রুতি বাংলায়, জিতলেই সাড়ে পাঁচ হাজার টাকা নগদ দেবে কংগ্রেস

বাংলাহান্ট ডেস্কঃ ক্ষমতায় এলে সরাসরি গরিব মানুষের পকেটে নগদ টাকা পৌঁছে দেওয়া হবে, আশ্বাস দিল কংগ্রেস (Indian National Congress)। সেইসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি (Adhir Ranjan Chowdhury) আরও জানালেন, লকডাউনের জেরে মানুষ অর্থ সংকটে ভুগছে, মানুষের ক্রয়ক্ষমতা অনেক কমে গিয়েছে। তাই নির্বাচনে জয়লাভ করে সাধারণ মানুষকে সাহায্য করা হবে।

প্রতিবার নির্বাচনে আগে বিভিন্ন রাজনৈতিক দল নানারকম প্রতিশ্রুতি দিয়ে থাকে। নির্বাচনে জয়লাভের পর সেই প্রতিশ্রুতি পূরণের অঙ্গিকারও করে। মানুষজন দ্বন্ধে পড়ে যান, কার প্রতিশ্রুতি পূরণের জন্য কোন দলকে ভোট দেবেন। ভোটের আগে যে প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়, তা নির্বাচনের পর বেশকিছুটা থমথমে হয়ে যায়। তারপর ৫ বছরের মধ্যে হিসেব করলে দেখা যায়, ৫ বছর আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার সিকিভাগও হয়ত পূরণ হয়নি।

congress vice president rahul gandhi west bengal 412584

নির্বাচনের আগে এই প্রতিশ্রুতি অনেকটা ভোটের স্টান্টবাজির মত। যে রাজনৈতিক দল যত ভালো প্রতিশ্রুতি দেবে, তাদের ঝুলিতে তত বেশি ভোট পড়ার সম্ভাবনা থাকে। তাই নির্বাচনকে পাখির চোখ করে, কখনও সিপিএম বলছে- একবছরের মধ্যে সমস্ত শূন্যপদ পূরণ করা হবে, তো আবার কখনও বেকারদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিজেপির তরফ থেকে ফর্ম বিলি শুরু হয়েছিল। তবে এবার কংগ্রেস এগিয়ে আরও কয়েক ডিগ্রি। সরাসরি মানুষের পকেটে টাকা ঢুকিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিল জোট শরিক কংগ্রেস।

এবিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি বলেছেন, লকডাউনে অর্থ সংকটে থাকা মানুষজনের সাহাযার্থে অনেক আগেই আয়কর দেন না এমন মানুষের কাছে মাসে সাড়ে সাত হাজার টাকা দেওয়ার দাবি জানানো হয়েছিল কংগ্রেস এবং সিপিএমের পক্ষ থেকে। কিন্তু কেন্দ্র সেই দাবি না মানায় ছত্রিশগড়ে কংগ্রেস শাসিত সরকারের পথ অনুসরণ করে গরিব মানুষের পকেটে নগদ টাকা পৌঁছে দেওয়ার ঘোষণা করেন তিনি। প্রতিমাসে ৫৭৫০ টাকা করে নগদ অর্থ দিচ্ছে ছত্রিশগড়ে কংগ্রেস শাসিত সরকার। বাংলায়ও এই প্রকল্প শুরুর প্রয়োজনের দাবি জানিয়েছে কংগ্রেস। কিন্তু এই অর্থ কোথা থেকে আসবে সেবিষয়ে কিছু জানায়নি কংগ্রেস।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর