বাংলা হান্ট ডেস্কঃ ফের ধর্ষণের (Rape) অভিযোগ। এবার ভুবনেশ্বরে কলেজ ছাত্রীকে ধর্ষণের (Rape) অভিযোগ ঘিরে ফের প্রকাশ্যে রাজনৈতিক চাঞ্চল্য। অভিযুক্ত কংগ্রেসের (Congress) ছাত্র সংগঠন NSUI-র ওড়িশা সভাপতি উদিত প্রধান। অভিযোগ, ১৯ বছরের এক কলেজ ছাত্রীকে হোটেলে নিয়ে গিয়ে বেহুঁশ করে ধর্ষণ (Rape) করেন তিনি। ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।
অজ্ঞান করে ধর্ষণ (Rape)
ঘটনার সূত্রপাত ১৮ মার্চ। তরুণীর অভিযোগ, মাস্টার ক্যান্টিন চকে তাঁর দুই বন্ধুর সঙ্গে দেখা হয়। সেখানে উদিত প্রধানও আসেন, নিজেকে যুব কংগ্রেস (Congress) নেতা বলে পরিচয় দেন। পরে সবাই মিলে একটি হোটেলে যান। অভিযোগ, ঠান্ডা পানীয়ের মধ্যে কিছু মিশিয়ে তাঁকে অজ্ঞান করে ধর্ষণ (Rape) করেন উদিত।
নির্যাতিতা জানিয়েছেন, “গাড়িতে বসে উদিত আমাকে অশোভনভাবে ছুঁতে থাকে। হোটেলে গিয়ে ওরা মদ্যপান করে, আমি করিনি। উদিত ঠান্ডা পানীয় দেয়, তারপর থেকেই মাথা ঘুরতে থাকে। জ্ঞান ফেরার পরে দেখি আমার পাশে উদিত শুয়ে, আমার শরীর ব্যথা করছে।” এরপরেই তিনি পুলিশের দ্বারস্থ হন।
প্রতিবাদে উত্তাল ওড়িশা (Odisha) রাজনীতি
যুব নেতার বিরুদ্ধে ধর্ষণের (Rape) অভিযোগে ফের তোলপাড় দেশের রাজনীতি। এর আগেও রাজ্যে কলেজছাত্রী আগুন দিয়ে আত্মহত্যা, ছাত্রীকে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠে এসেছে। ইতিমধ্যে বিচারের দাবি জানিয়ে বিরোধীরা পথে নেমেছে। কংগ্রেসের (Congress) তরফে যদিও দলের এই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়েছে।
আরও পড়ুনঃ কোন কোন পথে চলছে তৃণমূলের মিছিল? বেরোনোর আগে জানুন আজকের ট্রাফিক আপডেট
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে জেরা করা হচ্ছে। তরুণীর মেডিক্যাল পরীক্ষা হয়েছে। আরও তথ্য হাতে আসার অপেক্ষায় তদন্তকারী আধিকারিকেরা। ইতিমধ্যেই ওই হোটেলের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ। সমস্ত তথ্য প্রমান সংগ্রহ করে অপরাধীর শাস্তির বাবস্থা হবে বলে জানিয়েছে প্রসাশন। তবে, এই ঘটনায় ফের প্রশাসনের দিকেই আঙ্গুল তুলেছে সাধারন মানুষ।