‘নিষিদ্ধ’ যৌনতার প্রতি ঝোঁক বাচ্চাদের, সম্মতির বয়স কমিয়ে ১৬-তে আনার পক্ষে আবেদন সুপ্রিম কোর্টে

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : যৌনতা নিয়ে একটা ‘ট্যাবু’ দীর্ঘদিন ধরেই রয়েছে ভারতীয় সমাজে (Supreme Court)। বিশেষ করে উঠতি বয়সের কিশোর কিশোরীদের থেকে বিষয়টি গোপন করার সবরকম চেষ্টাই করে থাকেন অধিকাংশ বাবা মা। ভারতীয় আইনে সম্মতিসূচক যৌন মিলনের বয়স ১৮। এবার সেই বয়সকে কমিয়ে ১৬ করার পক্ষে সওয়াল করা হল সুপ্রিম কোর্টে (Supreme Court)। এই মর্মে শীর্ষ আদালতে আবেদন করলেন সিনিয়র আইনজীবী ইন্দিরা জয়সিং।

যৌন সম্মতির বয়স কমিয়ে আনার পক্ষে সুপ্রিম কোর্টে (Supreme Court) সওয়াল

বৃহস্পতিবার লিখিত আকারে আদালতে (Supreme Court) আবেদন জমা দিয়েছেন তিনি। উল্লেখ্য, বর্তমানে পকসো আইনে ১৮ বছরের কম বয়সী হলে সম্মতি থাকা সত্ত্বেও যৌন মিলনে লিপ্ত হলে তাকে ‘ধর্ষণ’ বলে গণ্য করা হয়। ইন্দিরার বক্তব্য, পকসো আইনে (POCSO Act) ১৬ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে যৌনতাকে অপরাধের পর্যায়ে ফেলা উচিত নয়। এতে তাদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে। ২০১২ সালে চালু হওয়া পকসো আইন এবং ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারা অনুযায়ী ১৬ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে পারস্পরিক সম্মতিতে তৈরি হওয়া যৌন সম্পর্কও অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু ইন্দিরার মতে, এটা সংবিধান বিরোধী।

Consensual sex age limit requested to lower in supreme court

কী বলেছেন আইনজীবী: নিপুণ সাক্সেনা বনাম ভারত সরকার মামলায় সুপ্রিম কোর্টকে (Supreme Court) সহায়তা করছেন আইনজীবী ইন্দিরা জয়সিং। তাঁর কথায়, বর্তমান আইনে কিশোর কিশোরীদের মধ্যে যৌন সম্পর্ককে (Consensual Sex) অপরাধের পর্যায়ে ফেলা হচ্ছে। কিন্তু এতে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, মানসিক পরিণতিকে অস্বীকার করা হয়। পাশাপাশি ৭০ বছর ধরে সম্মতির বয়স ১৬ ছিল, সেকথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, সম্মতির বয়স বাড়িয়ে ১৮ তে নিয়ে যাওয়ার নেপথ্যে কোনও যুক্তিসম্মত কারণ নেই।

আরও পড়ুন : টানা বৃষ্টিতে ভয়াবহ বিপর্যয়, ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভাঙল স্কুলের ছাদ! মৃত ৪ পড়ুয়া

পকসো আইনে বেড়েছে মামলার সংখ্যা: আইনজীবী আদালতে (Supreme Court) সওয়াল করেন, ১৬ থেকে ১৮ বছর বয়সীদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সচেতনতাকে উপেক্ষা করে তাদের যৌথ সম্মতিতে তৈরি হওয়া সম্পর্ককে ‘যৌন নিপীড়ন’ বলে অপরাধ হিসেবে দাগিয়ে দেওয়া যুক্তিসম্মত নয়। তিনি আরও বলেন, এক্ষেত্রে দেখা যায় অধিকাংশ অভিযোগই মেয়েদের বাবা মা করেন সন্তানের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে করেন। বিশেষ করে তা যখন আন্তঃধর্ম বা আন্তঃবর্ণ হয়ে থাকে। পকসো আইনের জন্য বহু কিশোর কিশোরীই বর্তমানে প্রেম লুকোতে বা পালিয়ে বিয়ে করতে বাধ্য হচ্ছে বলেও সওয়াল করেন তিনি। পাশাপাশি ২০১৭ থেকে ২০২১ এর মধ্যে পকসো আইনে মামলার সংখ্যা প্রায় ১৮০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন আইনজীবী।

আরও পড়ুন : ভারতীয় রেলের বেনজির উদ্যোগ, সাধারণের এন্ট্রিই নেই, নতুন পোর্টালে কারা কাটতে পারবেন টিকিট?

ইন্দিরা জয়সিং উল্লেখ করেছেন, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সহ একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে, বর্তমানে ১৬ থেকে ১৮ বছর বয়সী ছেলেমেয়েদের মধ্যে যৌন সম্পর্ক তৈরি হওয়া স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়াচ্ছে। বম্বে, মাদ্রাজ, মেঘালয় হাইকোর্ট ইতিমধ্যেই ১৬-১৮ বছর বয়সীদের মধ্যে সম্মতিপূর্ণ যৌন সম্পর্ককে অপরাধের পর্যায়ে ফেলা উচিত নয় বলে মত দিয়েছে। একথা উল্লেখ করে সুপ্রিম কোর্টে যৌন সম্মতির বয়স ১৬ বছর ঘোষণা করার জন্য আবেদন জানান আইনজীবী ইন্দিরা জয়সিং।