BJP-র হাতছাড়া হওয়া এই রাজ্যে এবার শুরু হবে ‘আরেশন লোটাস’! ভয়ে কাঁপছে কংগ্রেস

বাংলা হান্ট ডেস্ক : ফের টালমাটাল কর্ণাটকে (Karnataka)। এবার কংগ্রেস শাসিত রাজ্যে ‘অপারেশন লোটাস’ (Operation Lotus) রাজ্যে কংগ্রেস (Congress) সরকার ফেলার জন্য ষড়যন্ত্র শুরু করেছে বিজেপি (Bharatiya Janata Party)। সোমবার এমনটাই অভিযোগ করলেন কর্ণাটকের নব নির্বাচিত উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার (D.K. Shivakumar)।

প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার দল জেডি (এস)-এর সঙ্গে হাত মিলিয়ে কর্ণাটকে রাজনৈতিক অস্থিরতা তৈরির চক্রান্ত করছে গেরুয়া শিবির বলে অভিযোগ তুলেছে সে রাজ্যের শাসকদল কংগ্রেস। প্রসঙ্গত, চলতি বছর কর্ণাটক বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয় বিজেপির। ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ হন বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। এর জেরেই দাক্ষিণাত্যে শেষ গড় হাত ছাড়া হয় পদ্ম শিবিরের। তবে লোকসভা নির্বাচনের আগে আরএসএস-এর গবেষণাগার বলে পরিচিত রাজ্যটি যে ভাবেই হোক নিজেদের দখলে আনতে চাইছে বিজেপি। এমনই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

এই পরিস্থিতিতে কর্ণাটকের (Karnataka) উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের মন্তব্যকে কেন্দ্র করে তীব্র শোরগোল শুরু হয়েছে সে রাজ্যে। এদিন তিনি বলেন, ‘কংগ্রেস সরকার ফেলার জন্য ষড়যন্ত্র শুরু করেছে বিজেপি। আমাদের কাছে খবর আছে। কে এসব করছে তাও আমরা জানি। এই ষড়যন্ত্র করতেই বেঙ্গালুরুর বদলে তারা ওখানে (সিঙ্গাপুর) গিয়েছে। তবে এই চক্রান্ত কোনওভাবেই সফল হবে না।’

karnataka

বেশ কয়েকদিন ধরেই বিজেপির সঙ্গে হাত মেলাতে পারে জেডি (এস), এমন এক হাওয়া উঠেছে কর্ণাটকে। বলে জল্পনা চলছে। নতুন সংসদ ভবন উদ্বোধন ও উড়িশায় করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘচনা ইস্যুতে মোদি সরকারের পাশেই দাঁড়িয়েছে দেবগৌড়া ও কুমারস্বামীর দল। এছাড়া, ১৮ জুলাই বেঙ্গালুরুতে বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটেক বৈঠক এড়িয়ে যায় জেডি (এস)।

২০১৮ কর্ণাটকের বিধানসভা ভোটের পরে কংগ্রেসের হাত ধরে মুখ্যমন্ত্রী হয়েছিলেন কুমারস্বামী। তবে ২০১৯ সালের লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে কর্ণাটকে মাত্র একটি আসনে জিতেছিল জেডিএস। পরাজিত হয়েছিলেন স্বয়ং দেবগৌড়া। এরপর ‘অপারেশন লোটাস’ বা বিধায়ক ভাঙিয়ে জেডি (এস)-কংগ্রেস জোট সরকারের পতন ঘটায় বিজেপি।

Sudipto

সম্পর্কিত খবর