যাত্রীদের চিন্তা দূর করে ঐতিহাসিক রায় আদালতের, ট্রেনে চুরি ছিনতাই নিয়ে বড় সিদ্ধান্ত

বাংলাহান্ট ডেস্ক: ট্রেনে ভ্রমণ করলে নিরাপত্তা নিয়ে অনেক সময়েই চিন্তা হয়। অনেক সময় দেখা গিয়েছে, ট্রেনের যাত্রীদের জিনিসপত্র চুরি বা ছিনতাই হয়ে গিয়েছে। ভারতীয় রেল (Indian Railways) যেখানে প্রতিনিয়ত যাত্রীদের আরও ভাল মানের পরিষেবা দেওয়ার চেষ্টা করছে, সেখানে এই ঘটনাগুলি রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দেয়। তবে এই সমস্যার সমাধানে যুগান্তকারী এক রায় দিয়েছে ক্রেতা সুরক্ষা আদালত। এর ফলে যাত্রীদের চিন্তা এক ধাক্কায় অনেকটাই কমে গেল।

একটি মামলার পরিপ্রেক্ষিতে ক্রেতা সুরক্ষা আদালত জানিয়েছে, ট্রেনে যাত্রীদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি তাঁদের জিনিসপত্রের নিরাপত্তার দায়িত্বও রেলের। যাত্রীদের জিনিসপত্র সঠিক ভাবে গন্তব্যে পৌঁছেছে কিনা তা দেখার দায়িত্ব রয়েছে রেলের। একইসঙ্গে আদালত জানিয়েছে, ট্রেনে পর্যাপ্ত পরিমাণ জিআরপি, আরপিএফ এবং বৈধ টিকিটের যাত্রী ছাড়া অন্য কারও প্রবেশ নিষিদ্ধ করতে হবে।

train passengers

রেলকে যাত্রী সুরক্ষার পুরো দায়িত্ব নিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে আদালত। এই ঐতিহাসিক রায় দিয়েছে চণ্ডীগড়ের ক্রেতা সুরক্ষা আদালতের বিচারক রাজশেখর আত্রি এবং রাজেশ কে আর্যের বেঞ্চ। পাঁচ বছর আগে এক দম্পতি তাঁদের জিনিসপত্র চুরি যাওয়া নিয়ে মামলা করেছিলেন। তাঁরা জানিয়েছিলেন, যোগাযোগ ক্রান্তি এক্সপ্রেসে তাঁদের জিনিসপত্র চুরি হউয়ে যায়।

২০১৮ সালের ৫ নভেম্বর যোগাযোগ ক্রান্তি এক্সপ্রেসে ভ্রমণরত ওই দম্পতির জিনিসপত্র চুরি হয়ে গিয়েছিল। তাই তাঁরা রেলের বিরুদ্ধে চণ্ডীগড়ের ক্রেতা সুরক্ষা আদালতে মামলা করে দিয়েছিলেন। সেই মামলারই রায় সম্প্রতি আদালত দিয়েছে। তারা সাফ জানিয়ে দিয়েছে, ট্রেনে যাত্রীদের জিনিসপত্র চুরি হলে তার দায় নিতে হবে রেলকেই। এই মামলায় রেলকে ওই দম্পতিকে ১.৫৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশ অনুযায়ী, ওই দম্পতিকে নির্ধারিত অর্থ ক্ষতিপূরণ হিসেবে দেবে রেল।

ভারতীয় রেল এশিয়ার বৃহত্তম রেল নেটওয়ার্ক। দেশের প্রায় প্রতিটি কোনায় আজ পৌঁছে গিয়েছে রেল। প্রায় প্রতিটি অঞ্চলেই আজ গড়ায় ট্রেনের চাকা। প্রতিদিন দেশের ৫০ লক্ষেরও বেশি মানুষ ট্রেনে যাতায়াত করে থাকেন। কাজে যাওয়া হোক বা ঘুরতে, ভারতের অধিকাংশ মানুষ এখনও ট্রেনের উপরেই ভরসা রাখেন। এই কারণেই রেলকে ভারতের লাইফলাইন আখ্যা দেওয়া হয়েছে। 

Subhraroop

সম্পর্কিত খবর