বাংলা হান্ট ডেস্কঃ ২১ জুলাই, তৃণমূলের শহীদ দিবসের দিনই মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি সুপ্রিম কোর্টে। স্কুল সার্ভিস কমিশনের (SSC) ২৬ হাজার চাকরি বাতিল মামলার রায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে (Supreme Court) আদালত অবমাননার মামলা দায়ের করে ‘আত্মদীপ’ নামে একটি সংগঠন। সেই মামলার আজ শুনানি সর্বোচ্চ আদালতে।
হাইভোল্টেজ ২১- এ অস্বস্তিতে মমতা | Mamata Banerjee
সংগঠনের অভিযোগ, গত ৩ এপ্রিল এসএসসি মামলার রায় নিয়ে ইচ্ছাকৃত ভাবে বিতর্কিত মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়েই দায়ের হয় মামলা। সোমবার প্রধান বিচারপতি বিআর গবইয়ের নেতৃত্বে বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার তিন সদস্যের বেঞ্চে বেলা ১১টা নাগাদ এই মামলার শুনানির সম্ভাবনা।
নিয়োগে দুর্নীতির জেরে গত বছর ২০১৬ সালের এসএসসি-র গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। এরপর সেই চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। তবে সেখানেও কোনো সুরাহা হয়নি। রাজ্য সরকার এসএসসির আবেদনে সাড়া দেয়নি আদালত।
আরও পড়ুন: দাম্পত্য জীবনে কলহ, কাঠি করছে শুক্র! সাংসারিক সুখ বজায় রাখতে স্ত্রী’ কে দিন এই নির্দিষ্ট উপহার
গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট ২০১৬ সালের এসএসসি-র গোটা প্যানেল বাতিল করে দিয়েছে। যার জেরে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক, শিক্ষাকর্মীদের চাকরি গিয়েছে। তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেয়।
আরও পড়ুন: আজ ভারী বৃষ্টির পূর্বাভাস তিন জেলায়, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? রইল পূর্বাভাস
এদিকে সুপ্রিম রায় নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ ওঠে, সেই দিন মামলার রায় এবং বিচারপতি সম্পর্কে নানা বিতর্কিত মন্তব্য করেন মমতা। এই নিয়েই আদালত অবমাননার মামলা দায়ের হয়। সেই মামলার শুনানি রয়েছে আজ।