আরও বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম, আশঙ্কার কথা শোনালেন নীতিন গড়করি

বাংলা হান্ট ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে আগে থেকেই একটা আশঙ্কা করা হচ্ছিল। এবার কার্যত সেই আশঙ্কাকেই সত্যি করে গত ৫ দিনে চারবার বৃদ্ধি পেল জ্বালানির দাম। আর এই ঊর্ধ্বমুখী দামের জেরে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের। কারণ, জ্বালানির দাম বৃদ্ধির সাথে সাথেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও বৃদ্ধি পায়।

এমনিতেই শুক্রবার পেট্রোল ও ডিজেলের দাম গড়ে ৮০ পয়সা বেড়েছিল। সেই রেশ বজায় রেখেই আজ বাজার খুলতে ফের বেড়েছে জ্বালানির দাম। অর্থাৎ, শনিবারও প্রতি লিটারে ৮০ পয়সা বৃদ্ধি পেয়েছে পেট্রোল-ডিজেলের দাম। যার ফলে গত ৫ দিনে মোট ৩ টাকা ২০ পয়সা হারে দাম বেড়েছে জ্বালানির।

এমতাবস্থায়, কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন যে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমশ বাড়ছে। যে কারণে পেট্রোল ও ডিজেলের দামের নিয়ন্ত্রণ এখন আর ভারত সরকারের হাতে নেই বলে দাবি করেছেন তিনি।

মুম্বইয়ে একটি সম্মেলনে অংশ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে নিজের মত প্রকাশ করেন। ওই সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রীকে পেট্রোল-ডিজেলের দাম নিয়ে প্রশ্ন করা হলে সেখানে তিনি জানান, ‘‘ভারতে মোট ৮০ শতাংশ জ্বালানি আমদানি করা হয়। এমতাবস্থায়, রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গিয়েছে৷ আর এই বিষয়ে কিছুই করা যাবে না।”

Nitin Gadkari 2

এছাড়াও, তিনি আরও বলেন, ‘‘আমরা আগামী ২০৪৪ সাল থেকে ভারতকে আত্মনির্ভর করতে জোর দিচ্ছি। সেই কারণে আমাদের দেশীয় শক্তি উৎপাদন ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলতে হবে। পাশাপাশি, আমাদের নিজস্ব জ্বালানিও প্রস্তুত করতে হবে ৷’’ যার ফলে, বর্তমানে যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি পেলে তার প্রত্যক্ষ প্রভাব যে ভারতের বাজারেও পড়বে তা আর বলার অপেক্ষা রাখেনা।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর