TMC মিছিলে উচ্চস্বরে ‘ধোলাই হবে, পেটাই হবে’ স্লোগান! শাসকদলকে পাল্টা দিল বিজেপি শিবির

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বেজে গেছে পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) দামামা। ভোটের নিঘন্ট এখনও ঘোষণা হয়নি ঠিকই, কিন্তু ইতিমধ্যেই আটঘাট বেঁধে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। জোর কদমে চলছে তোড়জোড়। পাশাপাশি চিরাচরিত ধারা অব্যাহত রেখে চলছে রাজনৈতিক দলের হুমকি হুঁশিয়ারির পালা। এই আবহেই এবার বিজেপি কর্মীদের (BJP Workers) রাস্তাঘাটে দেখতে পেলে ধোলাই হবে, পেটাই হবে স্লোগান তুলতে দেখা গেল শাসকদলের মিছিলে।

শনিবার হুগলির (Hooghly) গোঘাটের (Goghat) ভিকদাস থেকে গোঘাট থানা মোড় পর্যন্ত এক মিছিলে মেতে উঠেছিল তৃণমূল (Trinamool Congress) বাহিনী। সেই মিছিল থেকেই শোনা গেল বিজেপি কর্মীদের ধোলাই, পেটাই এর নিদান। উল্লেখ্য সেই মিছিলের নেতৃত্বে ছিলেন তৃণমূল সাংসদ (TMC MP) অপরূপা পোদ্দার। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীও।

এদিন মিছিল শেষে তৃণমূলের স্নেহাশিস চক্রবর্তী বলেন , “আবাস যোজনার টাকা ২০১৭ সাল থেকে আজ পর্যন্ত পাঁচ বছর ধরে আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। এই টাকা সাধারণ মানুষের করের টাকা। প্রতিদিন পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় সরকার কর বাবদ জিএসটি নিয়ে যাচ্ছে। আমরা কর বাবদ যা পাই, তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অজস্র প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। আর বাকি অর্ধেক দিয়ে কেন্দ্রীয় সরকার কী করছে?”

tmc bjp

অন্যদিকে, এদিনের ধোলাই পেটায় স্লোগানের বিরোধীতায় শাসকদলকে একহাত নিল বিজেপি বাহিনী। তৃণমূলকে পাল্টা বিঁধে গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক বলেন, “তৃণমূল কংগ্রেসের মিছিলের স্লোগান, বিজেপি কর্মীদের ধোলাই হবে পেটাই হবে। পঞ্চায়েত ভোটের আগে আবার ২০১৮ সালের আতঙ্ক তৈরি করছে শাসকদল।” সবমিলিয়ে পঞ্চায়েত ভোট পূর্বে ক্রমশ্যই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার মাটি। চড়ছে উত্তেজনার পারদ।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর