লাফঝাঁপ শেষ, মুখ‍্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব‍্যের অভিযোগে গ্রেফতার রোদ্দুর রায়

Published On:

বাংলাহান্ট ডেস্ক: শেষরক্ষা হল না। গ্রেফতার করা হল বিতর্কিত ইউটিউবার রোদ্দুর রায়কে (Roddur Roy)। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে কুরুচিকর মন্তব‍্য করার অভিযোগে মঙ্গলবার গোয়া থেকে গ্রেফতার করা হল রোদ্দুরকে। তাঁর বিরুদ্ধে একাধিক থানায় জামিন অযোগ‍্য ধারায় মামলা রুজু করা হয়েছিল।

বিতর্কিত মন্তব‍্য করার জন‍্য বিশেষ পরিচিতি রয়েছে রোদ্দুর রায়ের। মুখ‍্যমন্ত্রীর বিরুদ্ধে এর আগে কটুক্তি, গালিগালাজ করে ভিডিও বানিয়েছিলেন তিনি। অভিযোগও দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধে। কিন্তু গা করেননি তিনি‌। সম্প্রতি কেকের মৃত‍্যুর পর নজরুল মঞ্চে অনুষ্ঠানের ব‍্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠে। কাঠগড়ায় তোলা হয় আয়োজকদের। অভিযোগের আঙুল ওঠে রাজ‍্য সরকারের দিকেও।


এ বিষয়েই সম্প্রতি ফেসবুক লাইভে এসে কটুক্তির পর কটুক্তি করেছিলেন রোদ্দুর রায়। রূপঙ্কর বাগচী থেকে শুরু করে ঘটনার দিন নজরুল মঞ্চে উপস্থিত থাকা বিধায়ক মদন মিত্রকেও আক্রমণ করেছিলেন তিনি। মুখ‍্যমন্ত্রীর নাম সরাসরি না নিয়ে ‘দিদি’ বলে অশালীন মন্তব‍্য করেছিলেন রোদ্দুর রায়।

শুধু নজরুল মঞ্চের ঘটনায় থেমে থাকেননি তিনি। রাজ‍্য সরকারের দুর্নীতি নিয়ে অভিযোগ তুলে মমতা বন্দ‍্যোপাধ‍্যায় এবং অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়কে একযোগে কুরুচিকর আক্রমণ শানিয়েছিলেন রোদ্দুর। ভিডিওটি ছড়িয়ে পড়তেই বিপদে পড়েন তিনি। পাটুলি সহ একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছিল তাঁর নামে। অবশেষে মঙ্গলবার গ্রেফতার হলেন রোদ্দুর রায়।

এর আগে মুখ‍্যমন্ত্রীর সাহিত‍্য আকাদেমি পুরস্কার পাওয়ার পর কুরুচিকর মন্তব‍্য করে ভিডিও পোস্ট করেছিলেন রোদ্দুর রায়। মুখ‍্যমন্ত্রীকে ‘অবমাননাকর’ পোস্ট শেয়ার করার অভিযোগ ওঠে রোদ্দুর রায়ের বিরুদ্ধে। মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে অপমান করার অভিযোগে সেবারেও অভিযোগ দায়ের হয়েছিল রোদ্দুরের বিরুদ্ধে।

কিন্তু পালটা ফেসবুক লাইভে এসে গিটার বাজিয়ে অশ্রাব‍্য এবং ছাপার অযোগ‍্য ভাষায় গান গেয়েছিলেন তিনি। প্রতিটি লাইনেই আক্রমণাত্মক ভাব দেখা গিয়েছিল তাঁর গানে। লাইভের শেষে রীতিমতো মধ‍্যমা প্রদর্শন করেছিলেন তিনি।

সম্পর্কিত খবর

X