অনেক খেয়েছেন, আপাতত ছয় মাস বন্ধ রাখলে আরও সুযোগ পাবেন! দলীয় নেতাদের নিদান তৃণমূল বিধায়কের

বাংলা হান্ট ডেস্কঃ এতদিন অনেক খেয়েছেন, আগামী দিনেও অনেক খাওয়ার সুযোগ পাবেন। তাই এই ছয়মাস খাওয়া বন্ধ রাখুন। তৃণমূলের (All India Trinamool Congress) বিধায়ক উদয়ন গুহর (Udayan Guha) মন্তব্যে বিপাকে শাসক দল। শুক্রবার দিনহাটায় একটি কর্মীসভায় এমন মন্তব্য করেন তিনি। ওনার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হচ্ছে। উদয়ন গুহর এই মন্তব্যকে হাতিয়ার করে বিরোধীরা কোমর বেঁধে নেমেছে। বিরোধীরা অভিযোগ করে বলছে, শাসক দলের বিধায়কের মন্তব্যেই বোঝা যায় যে রাজ্যে পঞ্চায়েত স্তরে কীভাবে দুর্নীতি হচ্ছে।

udayan guha

বিরোধীরা জানায়, সাধারণ মানুষদের বোকা বানিয়ে ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূলের নেতা/নেত্রীরা অবাধে লুট চালিয়ে যাচ্ছে। আর সেটারই একটা ছোট উদাহরণ দিয়েছেন বিধায়ক উদয়ন গুহ। যদিও তৃণমূলের বিধায়ক উদয়ন গুহ এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

জানিয়ে দিই, শুক্রবার দিনহাটার ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েতের অঞ্চল স্তরে তৃণমূলের একটি কর্মীসভায় যোগ দিয়েছিলেন বিধায়ক উদয়ন গুহ। সেখানে তিনি ভাষণ দেওয়ার সময় দলের পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধানদের আপাতত কাটমানি না খাওয়ার পরামর্শ দেন। উদয়ন গুহ বলেন, এতদিন অনেক খেয়েছেন, আগামী দিনেও অনেক খাওয়ার সুযোগ পাবেন। তাই এই ছয়মাস খাওয়া বন্ধ রাখুন। এখন বন্ধ রাখলে মানুষ আরও খাওয়ার সুযোগ করে দেবে। তৃণমূল বিধায়কের এই মন্তব্যের জেরে বেজায় অস্বস্তিতে শাসক দল।

Udyan Guha 1

কোচবিহারের বিজেপি সভাপতি মালতি রাভা উদয়ন গুহর এই মন্তব্যকে কটাক্ষ করে বলেন, বিধায়ক নিজের মুখেই স্বীকার করেছেন যে তাঁদের দলের সবাই দুর্নীতির সাথে যুক্ত। বিধানসভা নির্বাচনের আগে এরকম চুরি-লুট আর কাটমানি খেলে মানুষ পাশে থাকবে না। তাই তিনি আপাতত ছয় মাস সাধু হয়ে থাকতে বলেছেন। আর এরপর যদি ক্ষমতায় আসে, তাহলে এই ছয় মাসেরও জের তুলে নেবে তাঁরা। তিনি জানান, মানুষ তৃণমূলের এই স্বপ্ন সার্থক হতে দেবে না। মানুষ এখন সব বোঝে। এর যোগ্য জবাব আগামী নির্বাচনে দেবে মানুষ।

Koushik Dutta

সম্পর্কিত খবর