‘এখন রাষ্ট্রনেতা হয়েছেন’! রামের সঙ্গে মোদীর তুলনা টানলেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী

বাংলা হান্ট ডেস্কঃ রামচন্দ্র এখন রাষ্ট্রনেতা হয়েছেন। বৃহস্পতিবার ঠিক এমনটাই শোনা গেল কাঁথির (Contai) বর্ষীয়ান তৃণমূল সাংসদ (TMC MP) শিশির অধিকারীর (Sisir Adhikari) মুখে। বৃহস্পতিবার শান্তিকুঞ্জের কিছুটা দূরে বাগদেবীর পুজোর এক উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন শিশির অধিকারী। সেখান থেকেই নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) করলেন রামচন্দ্রের সঙ্গে তুলনা। আর তাতেই প্রবল কটাক্ষের শিকার তৃণমূল সাংসদ।

এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্য পুলিশের তুমুল সমালোচনা করেন শিশির অধিকারী। সেখানে উপস্থিত বিজেপি বিধায়ক ও নেতাদের সামনে প্রকাশ্যে তিঁনি বলেন, “গত এক-দেড় বছর ধরে কাঁথি শহরে পুলিশকে স্যালুট করে চলতে হয়। পুলিশের বড়বাবু ভাল কাজ করছেন। কেউ কোথাও অন্য পার্টি করলে তাঁকে ডেকে আনছেন, হাজিরা দিতে হচ্ছে। পয়সার তো একেবারে বন্যা বইছে। কত টাকা ঘুষ নিয়েছেন? এরকম জিনিস কোথাও শুনিনি আগে কখনও। কিছু মানুষ ভয়ে টাকাও দিচ্ছেন।”

পাশাপাশি এই একই মঞ্চ থেকে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রামচন্দ্রের সঙ্গে তুলনা করে বলেন, “রামচন্দ্র এখন রাষ্ট্রনেতা হয়েছেন। শুভেন্দু অধিকারীর নামে যদি ২৮টি মামলা হয়, সৌমেন্দু অধিকারীর নামে ১০টি মামলা হয়, তাহলে রামের নামে ৪টি মামলা হয়।” শিশির অধিকারীর এহেন মন্তব্যের পরই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। তৃণমূল সাংসদকে একহাত নিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

sisir, modi

মন্তব্য প্রসঙ্গে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তরুণ কুমার মাইতি বলেন, ‘‘শিশির বাবু তৃণমূলের সাংসদ। বালিঘাইতে দলীয় সভায় তাঁর গলায় উত্তরীয় পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাঁথিতে প্রধানমন্ত্রীর সভায় যোগ দিয়ে ছিলেন। তাঁর ছেলে বিজেপির বিরোধী দলনেতা। তিঁনি বিজেপি লাইনে আছেন তাই তিঁনি বিজেপির নেতাদের হাইলাইট করবেন, এটাই স্বাভাবিক। পাশাপাশি প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে কথা বলবেন এটাও স্বাভাবিক।’’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর