বিপুল ধন-সম্পদ উদ্ধার প্রাচীনতম রহস্যময় মমির পাশে! খোঁজ মিলল ৪ হাজার বছরের পুরনো সমাধিরও

বাংলাহান্ট ডেস্ক : দূর দূরান্ত থেকে মানুষ মিশরের পিরামিড দেখতে ছুটে যান। মিশরের (Egypt) এই পিরামিড গুলি বছরের পর বছর ধরে সৃষ্টি করেছে রহস্যের। সেই রহস্যকে আরও একধাপ এগিয়ে দিয়ে মিশরে আবিষ্কৃত হল আরও এক মমি (Mummy)। তবে কোন রাজা কিংবা ফ্যারাও এর মমি নয় এটি। বিশেষজ্ঞদের ধারণা এটি কোন সাধারণ মানুষের মমি। তবে এই মমির পাশে পাওয়া গিয়েছে বিপুল পরিমাণ ধনরত্ন।

পরীক্ষায় দেখা গিয়েছে এই মমিটির বয়স প্রায় ৪ হাজার ৩০০ বছর। এই মমিটি সোনা দিয়ে তৈরি পাতা (Golden leaf) আকারের একটি বাক্সের মধ্যে ঢাকা ছিল। মিশরের রাজধানী কায়রোর (Cairo) দক্ষিণে সাক্কারা বলে একটি জায়গায় এই মমিটি পাওয়া গেছে। সম্প্রতি এই অঞ্চল থেকে আবিষ্কৃত হয়েছে তিনটি নতুন মমি। তার মধ্যে এই মমিটি সবথেকে পুরনো বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই মমির ভিতরে রয়েছে হেকাশেপেস নামের এক ব্যক্তির দেহাবশেষ। তবে সাধারণ মানুষের সমাধিতে এই পরিমাণ আরম্বর মিশরের ইতিহাসে বিরল। প্রতিটি মমির সাথে সোনাদানা ছাড়াও পাওয়া গিয়েছে মাটির তৈরি বিভিন্ন আকারের পাত্র। প্রত্নতত্ত্ববিদরা (Archeologist) বলছেন, এই মমিগুলি পরীক্ষা করলে বোঝা যাবে জনগণের সাথে রাজা বা ফ্যারাওদের কেমন সম্পর্ক ছিল।

Mummy

কিছুদিন আগে একজন প্রত্নতত্ত্ববিদ দাবি করেন যে কায়রোর নিকটবর্তী কোন জায়গায় রোমান যুগের প্রাচীন শহরের সন্ধান পেয়েছেন তারা। তবে এই শহর আজকের সাক্কারা কিনা এখনও স্পষ্ট নয়। মিশর সরকার সিদ্ধান্ত নিয়েছে আরও নিবিড় ভাবে খননকার্য চালানো হবে বিভিন্ন প্রত্নক্ষেত্রগুলিতে। তাদের বিশ্বাসের ফলে উন্মোচিত হবে আরও রহস্যের। এছাড়াও সরকার ২০১৮ সালের মধ্যে প্রায় তিন কোটি পর্যটককে মিউজিয়ামমুখো করতে চায়। সেই জন্য সরকার আরও বেশি মন দিচ্ছে খনন কার্যে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর