বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত কয়েকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল, এবার সেই আশঙ্কাই সত্যি বলে প্রমাণিত হলো। কোচবিহারে ক্রীড়াবিদদের জন্য তৈরি হবে একটি স্পোর্টস হাব। এই খবরটি সম্পর্কে নিশ্চিত হওয়ামাত্র স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বহু ক্রীড়াবিদ। সম্প্রতি কোচবিহারে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক ক্রীড়াবিদদের জন্য এই সুখবরটি পরিবেশন করেন।
সবকিছু পরিকল্পনা মাফিক চললে খুব তাড়াতাড়ি এই স্পোর্টস হাবটি নির্মিত হবে কোচবিহারের মাটিতে। এর জন্য ভারতীয় রেলওয়ের কাছ থেকে জমিও নেওয়া হবে বলে জানিয়েছেন নীতিশ প্রামাণিক। সব ঠিক থাকলে ২১শে মে অর্থাৎ আসন্ন শনিবার রেলের সঙ্গে জমি সংক্রান্ত চুক্তিতে সই হয়ে যাবে। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী স্পোর্টস হাবটিতে ৩০০ থেকে ৫০০ জন খেলোয়াড়ের থাকার ও অনুশীলনের জন্য যাবতীয় ব্যবস্থা থাকবে।
স্পোর্টস হাবটিতে ফুটবল, হকি থেকে শুরু করে আরও অনেক ধরণের ক্রীড়াবিদদের অনুশীলনের সুবিধা থাকবে। সেই সঙ্গে ক্রীড়াবিদদের ফিজিওথেরাপির ব্যবস্থাও থাকছে হাবে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষভাবে সক্ষম অ্যাথলিটরাও আসবেন কোচবিহারে এই অত্যাধুনিক স্পোর্টস হাবে এবং তাদের জন্য থাকবে সুচিকিৎসারও বন্দোবস্ত। সমস্ত আধুনিক সুযোগ সুবিধা সহই তৈরি হবে স্পোর্টস হাবটি।
ইতিমধ্যেই এই প্রকল্পের ব্যাপারে সবুজ সংকেত দিয়ে দিয়েছেন রাজ্য সরকারও। কোচবিহারকে এইসব ব্যাপারে দিক দিয়ে একটি পিছিয়ে পড়া জেলা হিসাবেই গণ্য করা হয়। এই অঞ্চলের ক্রীড়াবিদরা শুরু থেকেই সঠিক পরিচর্যা ও সঠিক পরিকাঠামোর অভাবে নিজেদের প্রতিভাকে বিকশিত করবার সুযোগ পাচ্ছিলেন না। এখন এই স্পোর্টস হাব কোচবিহারের উন্নতিতে একটি বড় সূচক হতে পারে বলে মন্তব্য করেন নিশীথ প্রামাণিক।