রান্নায় নুন বেশি হয়ে গিয়েছে? ঘরোয়া উপায়ে মুহূর্তে ঠিক করার কৌশল জানুন

Published on:

Published on:

Cooking Tips salt imbalance in your cooking with these tips
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভালো খাবার রান্না করতে গেলে সব সময় মনে রাখতে হয় স্বাদের কথা। কারণ, ঠিকঠাক ঝাল, নুন, মিষ্টি না হলে খাবারের সঠিক স্বাদ আসে না। এর জন্য রান্না করার সময় পরিমান ও পরিমাপের অনুপাত ভালো করে মাথায় রাখতে হয়। তবে অনেক সময় দেখা যায় যে হাত ফসকে নুন বেশি পড়ে যায়, যার ফলে খাবারের স্বাদ পাল্টে যায়। আপনার সঙ্গে যদি এমনটা হয়, তাহলে আজকের প্রতিবেদন রইল এই সমস্যার সমাধান। দেখে নিন খাবারে নুন বেশি হলে, তা ঘরোয়া পদ্ধতিতে ঠিক করবেন (Cooking Tips)।

রান্নায় নুনের গরমিল? এই টোটকাগুলি জানলে আর ভয় নেই (Cooking Tips)

১) ঝোলের মধ্যে নোনতা ভাব বেশি হয়ে গেলে ব্যবহার করতে পারেন ফ্রেশ ক্রিম। এতে খাবারের স্বাদ একদিকে যেমন বাড়বে। অপরদিকে নোনতা ভাব সহজে কেটে যাবে। পাশাপাশি বাড়িতে ক্রিম না থাকলে দিতে পারেন টক দই (Cooking Tips)।

Cooking Tips salt imbalance in your cooking with these tips

আরও পড়ুন: স্কুল বদল নিয়ে বড় সিদ্ধান্ত! নবম–দশমে ভর্তির নতুন নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ

২) খাবারের নুন বেশি হয়ে গেলে, আপনি আটার বল ছোট ছোট করে বানিয়ে নিন। এরপর সেগুলো রান্নার মধ্যে ফেলে দিন। দেখবেন অতিরিক্ত নুন আটা শুষে নেবে। এইভাবেই আপনি ডাল অথবা যে কোন ঝোল ধরনের রান্নাতে এই টোটকা কাজে লাগাতে পারেন।

৩) গ্রেভি বা কারি তৈরি করার সময় যদি অতিরিক্ত নুন পড়ে যায় তাহলে দুধ ব্যবহার করতে পারেন। এর জন্য ব্যবহার করবেন ফুল ফ্যাট দুধ। এছাড়াও দুধের বদল আপনি ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন।

৪) হাত ফসকে নুন পড়ে গেলে সেই খাবারে আপনি পেঁয়াজ মিশিয়ে দিতে পারেন। অথবা পেঁয়াজ কুচিও দিয়ে দিতে পারেন। এতে খাবারের স্বাদ একদিকে যেমন বাড়বে। অপরদিকে খাবার নোনতা লাগবে না (Cooking Tips)।