বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে মারণ ভাইরাসের থাবা জাঁকিয়ে বসেছে। উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করে করোনা সংক্রমণ (Corona Outbreak) ক্রমে ঊর্ধ্বমুখী। এহেন পরিস্থিতি ভোটের বাংলার অবস্থা মোটেও স্থিতিশীল নয়। দিনে দিনে ফের রেকর্ড হারে আক্রান্ত হচ্ছে।
ভোটের মরসুমে বাংলার রাজনৈতিক সভা-সমাবেশ গুলি যে করোনার অন্যতম ‘হটস্পট’ হয়ে উঠতে পারে, তা আন্দাজ করেই ইতিমধ্যে সব রাজনৈতিক দলই তাদের নির্বাচনী প্রচারে কাটছাঁট করেছে। নির্বাচন কমিশনের (Election Commission) তরফেও নির্দেশ দেওয়া হয়েছে সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত কোনও রাজনৈতিক সভা-মছিল নয়।
এমনই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে এবার একইসাথে করোনা আক্রান্ত হলেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র (Sushil Chandra) এবং নির্বাচন কমিশনার রাজীব কুমার (Rajib Kumar)। কমিশনের তরফে জানানো হয়েছে, দুজনে করোনা আক্রান্ত হলেও, বাড়ি থেকে তাঁরা ভোটের কাজ সামলাচ্ছেন। প্রতিনিয়ত ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন তাঁরা।
বঙ্গে ইতিমধ্যেই মিটে গিয়েছে পাঁচ দফার ভোটপর্ব। বাকি আরও তিন। সেই তিন দফা নির্বাচন অধিষ্ঠিত হবে যথাক্রমে ২২, ২৬ এবং ২৯ এপ্রিল। তারই আগে উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত হলেন দুই নির্বাচন কমিশনার। কারণ এমনিতেই নির্বাচন কমিশনে একজন কমিশনার (Election Commissioner) এখন কম। তারই মধ্যে দুজনের করোনা আক্রান্তের খবর বাংলার ভোট গ্রহণ নিয়ে সংশয়ে ঠেলে দিয়েছে। তদুপরি নির্বাচন কমিশনের তরফে বারবার জানানো হয়েছে, নিভৃতবাসে থেকেও তাঁরা ভোটের কাজ সামলাচ্ছেন।