সংক্রমণ না থেকেও মিলছে করোনা পজেটিভ, নতুন রিপোর্ট চীনে

বাংলাহান্ট ডেস্কঃ মারণ রোগ করোনা ভাইরাসের (COVID-19) কবলে পড়ে বিশ্বের তাবড় তাবড় দেশ আজ আতঙ্কিত। এরই মধ্যে আরও একটি বিষয়ে বিশ্ববাসী ফের আতঙ্কিত হয়ে গেল। সেরে ওঠার পরও শয়ে শয়ে মানুষ আবারও করোনা আক্রান্ত হচ্ছে চীনে (China)। চীনের উহানের ঘটনাটা এখনও মানুষের মননে উজ্জ্বল হয়ে আছে। কিন্তু তার মধ্যেই করোনা ভাইরাসের আবারও ফিরে আসায় আতঙ্কিত হচ্ছে মানুষজন। নতুন করে চীনে করোনা আক্রান্তের সংখ্যা ৪৬ জন এবং মৃতের সংখ্যা ৩ জন। যার জেরে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩৩৯ জন।

3a2e3ebd7880

চীনের ন্যাশানাল হেলথ কমিশনের তরফ থেকে শুক্রবার জানানো হয়েছে, চীনে ১১৮৩ জন মানুষ বাইরে থেকে এসেছিল। যার মধ্যে ৪৩৯ জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এবং বাকিদের এখনও চিকিৎসা করা হচ্ছে। যার মধ্যে ৩৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার নতুন করে যে ৪৬ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে, তার মধ্যে ৩২ জন বাইরে থেকে এসেছেন এবং ৪ জন চীনের বাসিন্দা। হুবেই প্রদেশে আবার ইতিমধ্যেই নতুন করে ৩ জন মারা গিয়েছেন। মনে করা হচ্ছে চীনে লকডাউন তুলে নেওয়ার জন্য করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা নতুন করে আবার বৃদ্ধি পেয়েছে। চীনের করোনা আক্রান্তদের মধ্যে আবার প্রথমদিকে সংক্রমণের কোন লক্ষণই প্রকাশ পাচ্ছে না।

corona 5

চীনের ন্যাশানাল হেলথ কমিশনের তরফ থেকে আরও জানানো হয়েছে, করোনা আক্রান্তের ১০৯২ জনের মধ্যে ১৯ জনের শরীরে এই ভাইরাসের লক্ষণ প্রথমে প্রকাশ পায়নি। সকলকেই চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। মনে করা হচ্ছে করোনা ভাইরাসের এই দ্বিতীয় পদক্ষেপ আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। তাই সুস্থ ব্যক্তিদের আবারও পরীক্ষা করার কথা বলা হচ্ছে।

এরই মধ্যে আবার চীনের রাষ্ট্রপতি জিনপিং বলেছেন, ‘করোনা ভাইরাসের প্রভাবের কারণে চিকিৎসকদের সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে হবে’। প্রায় ২ মাস পর চীনে লকডাউন তুলে নেওয়া হয়। যার কারণে বহু বিদেশি ফিরে আসছে। সেই কারণেই চীনে আবারও নতুন করে করোনা সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

Smita Hari

সম্পর্কিত খবর