বাংলাহান্ট ডেস্ক: আতঙ্কের ইরান ছেড়ে ভারতে, ৫৮ (58)। তীর্থযাত্রীকে নিয়ে ফিরল বায়ুসেনার সি-১৭ (C-17) বিমান। মঙ্গলবার সকালে ইরান থেকে ৫৮ জন তীর্থযাত্রীকে নিয়ে উত্তরপ্রদেশের হিন্দন ঘাঁটিতে নামল বায়ুসেনার সি-১৭ গ্লাবমাস্টার বিমান। ওইসব যাত্রীরা ভারতে ফেরার পর বিদেশমন্ত্রী টুইট করেন, উদ্দেশ্য সফল হয়েছে। ইরানে ভারতীয় দূতাবাস ও ভারতের মেডিক্যাল টিম যেভাবে কাজ করেছে তা ধন্যবাদ পাওয়ার যোগ্য। ইরান থেকে অন্যান্য ভারতীয়দেরও ফেরানো হবে।
বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, বায়ুসেনার ১৪ অফিসার, ৪ জন মেডিক্যাল স্টাফ- সহ বিমানটি গতকাল রাত ২টো নাগাদ তেহরানে অবতণ করে। ইরানে করেনাভাইরাসের সংক্রমণে এখনও পর্যন্ত ২৩৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৭১৬১ জন।
ইরানের বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন বহু ভারতীয়। করোনাভাইরাস সেদেশে ছড়িয়ে পড়ার পর ভারতের সঙ্গে বিমান উড়ান বন্ধ। টালিগঞ্জ ও দুর্গাপুরের দুই ইঞ্জিনিয়ারও আটকে রয়েছেন ইরানে। রবিবার ইরানের একটি হোটেলে আটকে থাকা ২২ ভারতীয় তাঁদের দেশে ফেরানোর জন্য আবেদন করেছিলেন।
সম্প্রতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কাশ্মীরে বহু ছাত্রের পরিবারের সঙ্গে সাক্ষাত করে তাদের পরিবারকে আশ্বাস দেন। প্রসঙ্গত, ইরানে আটকে রয়েছেন কাশ্মীরের বহু ছাত্র।
গত বৃহস্পতিবারই সংসদে স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানান, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর ইরানে আটকে রয়েছেন বহু তীর্থযাত্রী, ছাত্র ও চাকুরিরত-সহ ১২০০ জন। ইরানের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে ভারত। তাদের সেখান থেকে ফেরানোর ব্যবস্থা হবে।
উল্লেখ্য, পশ্চিমা নেতাদের মতে, তেহরানের কাছে গত বুধবার ইউক্রেন এয়ারলাইন্সের বিমানটি ভুলবশত ইরানের মিসাইল আঘাত করায় বিধ্বস্ত হয়ে ছে। তথ্যপ্রমাণ সেটিই নির্দেশ করছে বলে তারা দাবি করেন। কানাডা এবং ব্রিটেনের নেতারা এই বিমান বিধ্বস্তের ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি করেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, বিমানটিতে আসলে কী ঘটেছিল সে বিষয়ে তার সন্দেহ রয়েছে।