করোনা ভাইরাসের জন্য ভারতে খোলা হল ৫২ টি টেস্ট সেন্টার

করোনা নিয়ে দেশের প্রত্যেকটা নাগরিক চিন্তিত, আর তা মধ্যে এর সঠিক ওষুধ এখনো মেলেনি। আর করোনা নিয়ে ইতিমধ্যে ভারতে ৫২ টি টেস্ট সেন্টার খোলা হয়েছে। এর থেকে মুক্তির কনো পথ নেই। তাই সাবধানে থাকাই এক মাত্র পথ। সব রকম পরিস্থিতিতেই এখন সাবধানে থাকা বুদ্ধিমানের কাজ।এমনকি বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানম ঘেব্রেসাস বলেছেন,” বিশ্বস্বাস্থ্য সংস্থা এই রোগের বিস্তার ও তীব্রতা নিয়ে উদ্বিগ্ন।

সেই কারণে এই ভাইরাসকে মহামারী হিসেবে ঘোষণাও করা হয়েছে।পশ্চিমবঙ্গ :1) ন্যাশনাল ইনস্টিটিউট এন্ড এন্টেরিক ডিজিজ – কলকাতা , 2) আইপিজিএমই আর -কলকাতা অন্ধ্র প্রদেশ – 3) শ্রী ভেঙ্কটেশ ইন্সিটিটিউটে অফ মেডিকেল সাইন্স – তিরুপতি 4) অন্ধ্র মেডিকেল কলেজ -ভাইজাগ 5) জিএমসি -অনন্তপুর । আন্দামান এবং নিকোবর – 6)রিজিওনাল মেডিকেল রিসার্চ সেন্টার ,পোর্ট ব্লেয়ার । অসম -7) গৌহাটি মেডিকেল কলেজ -গৌহাটি 8)রিজিওনাল মেডিকেল রিসার্চ সেন্টার,ডিব্রুগড়। বিহার -9) রাজেন্দ্র মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউট -পাটনা । চন্ডিগড়- 10)পোস্ট গ্রাজুয়েট ইন্সিটিটিউটে অফ মেডিক্যাল এডুকেশন এন্ড রিসার্চ ।ছত্তিসগড় -11)অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ,রায়পুর । দিল্লি -12) অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স -দিল্লি 13)ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল -দিল্লি। গুজরাট – 14)বীজে মেডিকেল কলেজ ,আহমেদাবাদ 15) এমপি শাহ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ -জামনগর । হরিয়ানা -16) পন্ডিত বিডি শর্মা পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস -রোহতাক 17) বিপিএস গভর্মেন্ট মেডিকেল কলেজ -সোনিপাত।1800x1200 coronavirus 1 2ওড়িশা -18)রিজিওনাল মেডিকেল রিসার্চ সেন্টার , ভুবনেশ্বর ।পুদুচেরি – 19) জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিক্যাল এডুকেশন &রিসার্চ। পাঞ্জাব 20)-গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ -পাতিয়ালা। রাজস্থান -21) সাবাই ম্যান সিংহ -জয়পুর 22)ডাক্তার এসএন মেডিকেল ,যোধপুর 23) ঝালাবার মেডিকেল কলেজ -ঝালাবার রাজস্থান 24) এসপি মেডিক্যাল কলেজ -বিকানির।তামিল নাড়ু -25)কিংস ইন্সিটিটিউট অফ প্রিভেন্টিভ মেডিসিন এন্ড রিসার্চ -চেন্নাই 26)গভর্নমেন্ট মেডিকেল কলেজ -ঠেনি । ত্রিপুরা -27)গভর্নমেন্ট মেডিকেল কলেজ আগরতলা । তেলেঙ্গানা -28)গান্ধী মেডিকেল কলেজ সেকান্দরাবাদ । উত্তর প্রদেশ -29)কিং জর্জ মেডিকেল উনিভার্সিটি – লখনোই 30)ইন্সিটিটিউট অফ মেডিকেল সাইন্স – বেনারস হিন্দু ইউনিভার্সিটি 31) জওহরলাল নেহেরু মেডিকেল কলেজ আলীগড় । উত্তরাখন্ড – 32)গভর্নমেন্ট মেডিকেল কলেজ- হলদোয়ানি

হিমাচল প্রদেশ -33)ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ -সিমলা 34) ডাক্তার রাজেন্দ্র প্রাসাদ গভর্নমেন্ট মেডিকেল কলেজ – টান্ডা । জম্মু & কাশ্মীর -35) শের -ই -কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স -শ্রীনগর 36) গভর্নমেন্ট মেডিকেল কলেজ -জম্মু । ঝাড়খন্ড -37)এমজিএম মেডিকেল কলেজ ,জামশেদপুর ।কর্ণাটক – 38) ব্যাঙ্গালুরু মেডিকেল কলেজ এন্ড রিসার্চ ইনস্টিটিউট ,বেঙ্গালুরু 39) ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি ফিলড ইউনিট -বেঙ্গালুরু 40) মাইসোর মেডিকেল কলেজ এন্ড রিসার্চ ইনস্টিটিউট -মাইসোর 41)হাসান ইন্সিটিটিউট অফ মেডিকেল সাইন্স -হাসান 42) শিমোগা ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স -শিমোগা । কেরালা -43)ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি ফিলড ইউনিট- কেরালা 44) গভর্নমেন্ট মেডিকেল কলেজ -ত্রিভান্দ্রাম 45) গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ -কোজিকোর ।মধ্যপ্রদেশ – 46) অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স -ভোপাল 47) ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিসার্চ অফ ট্রাইবাল হেলথ -জব্বলপুর ।মেঘালয় -48)নেইগ্রি অফ হেলথ এন্ড মেডিকেল সাইন্স ,শিলং ।মহারাষ্ট্র -48)কস্তুরবা হসপিটাল ফর ইনফেকসাস ডিজিজ -মুম্বাই 49) ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট মেডিকেল কলেজ -নাগপুর ।মনিপুর – 50) জেএন ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সেস ।

 

সম্পর্কিত খবর