বাংলাহান্ট ডেস্কঃ সামনেই বাঙালির প্রিয় উৎসব দোল। কিন্তু অন্যদিকে আবার করোনা (covid-19) সংক্রমণ ফের উর্দ্ধমুখী। ঠিক এই পরিস্থিতিতে হোলি নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত জানাল দিল্লী সরকার। হোলি খেলা, শব-এ-বরাত এবং নবরাত্রি উৎসবে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি প্রকাশ্যে জমায়েত করে রং খেলাতেও থাকছে নিষেধাজ্ঞা।
এই সময় করোনা পরীক্ষার পরিমাণ বাড়াতে হবে। বাস স্ট্যান্ড, রেল স্টেশন এবং বিমানবন্দরের যাত্রীদের করাতে হবে কোভিড টেস্ট। করোনার দ্বিতীয় ঢেউ আটকাতে মানতে হবে করোনা সতর্কীকরণ। জেলা ম্যাজিস্ট্রেট এবং উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের কড়া ভাবে সমস্ত জায়গায় করোনা পরীক্ষার দিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ফের সংক্রমণ বৃদ্ধির পেছনে যেমন রয়েছে করোনার নতুন প্রজাতি, তেমনই কিন্তু দায়ী মানুষের অসচেতন মনোভাব। যে কারণে আবারও নিজের প্রভাব বিস্তার করতে সক্ষম হচ্ছে করোনা ভাইরাস। দিল্লী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা এক শহর থেকে অন্য শহরে যাচ্ছেন কাজের প্রয়োজনে, কিংবা বেসরকারি ভিড় বাসে যাতায়াত করছেন- তাদের করোনা পরীক্ষা করাতে হবে।
মানুষকে আরও বেশি করে সচেতন হতে হবে। বার বার হাত ধোয়া, মাস্ক ব্যবহার, স্যানেটাইজারের ব্যবহার বাড়াতে হবে। সেইসঙ্গে মান্য করতে হবে সামাজিক দূরত্ব বিধিও। মানতে হবে সরকারী নির্দেশিকা। প্রকাশ জমায়েত এড়িয়ে, অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত থাকতে হবে।