করোনা ভ্যাকসিন প্রস্তুত, ২০ লক্ষ ডোজ আপাতত তৈরি: দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাংলাহান্ট ডেস্কঃ মারণ ভাইরাস করোনার জেরে সারা বিশ্ব তোলপাড়। আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। দিনে দিনে আক্রান্তের সংখ্যাটও বাড়ছে। বৈজ্ঞানিকরা ক্রমশই চেষ্টা চালিয়ে যাচ্ছে এই মারণ ভাইরাস মোকাবিলার জন্য।       এতদিনের চেষ্টার পর অবশেষে মানুষের শরীরে মারণ ভাইরাসের টিকার পরীক্ষামূলক প্রয়োগে সাফল্য আসতে শুরু করেছে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দাবি করেছেন, ২০ লাখের বেশি করোনা-টিকা তৈরি করে ফেলেছে আমেরিকা (America)। চূড়ান্ত পরীক্ষা-রিপোর্টে সাফল্য পেলেই বাজারে ছেড়ে দেওয়া হবে ওই টিকাগুলি।

এক সাংবাদিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ‘আমরা টিকা নিয়ে  একটি  বৈঠক করেছিলাম। সেখানে জানতে পারি খুবই ভালো কাজ হয়েছে। খুবই ইতিবাচক কিছু ফল এসেছে। টিকা তৈরিতে অসম্ভব ভালো কাজ হয়েছে। আমরা পরিবহণ ও সরবরাহের দিক থেকে প্রস্তুত। ২০ লাখের বেশি টিকা তৈরি রয়েছে।’ মাঝে একথা জানিয়েছেন ট্রাম্প (President Trump)। নিউ ইয়র্ক টাইমসের মতে, করোনাভাইরাসের ওষুধের খোঁজে গবেষণার জন্য পাঁচটি সংস্থাকে নিযুক্ত করেছে মার্কিন প্রশাসন। নাম বলেননি তিনি।

coronavirus vaccine bottles

হোয়াইট হাউজের পরামর্শদাতা ড. অ্যান্থনি ফসি জানিয়েছিলেন, ‘২০২১-র শুরুতেই করোনার টিকা’ হাতে পাওয়া যাবে। শুক্রবার একইসুরে ট্রাম্প বলেন, ‘বিশেষজ্ঞরা এবার ভাইরাসের চরিত্র বুঝতে শুরু করেছেন।’

coronatestkit

প্রসঙ্গত, বিশ্বে COVIED-19 এ পর্যন্ত ৬৮ লাখ ২৩ হাজার ৬৮০ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৩৪৩ জনের। এরমধ্যে শুধু আমেরিকাতেই ১ লাখ ৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। আক্রান্ত ১৮ লাখের বেশি। সংক্রমণ বৃদ্ধিতে নতুন রেকর্ড গড়েছে ভারতও। শনিবার করোনা আক্রান্তের মোট সংখ্যার নিরিখে ইতালিকে পিছনে ফেলে দিয়েছে ভারত। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৬৫৭। করোনায়-এ মোট আক্রান্তের নিরিখে ভারতের স্থান বিশ্বে ষষ্ঠ। আমেরিকা, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেনের পরই।

সম্পর্কিত খবর