করোনা ভাইরাসের কারণে বিগত ১০০ বছরের মধ্যে এটি বৃহত্তম অর্থনৈতিক সংকটঃ শক্তিকান্ত দাস, RBI গভর্নর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das) করোনা ভাইরাসের বিষয়ে দিলেন এক বড় বার্তা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যাংকিং এবং অর্থনীতি কনক্লেভে তিনি রাখলেন এক গুরুত্বপূর্ণ বক্তব্য। যা শুনে কিছুটা হলেও, আতঙ্কিত হল মানুষজন।

শক্তিকান্ত দাস বললেন, ‘করোনা ভাইরাস ​​গত ১০০ বছরের মধ্যে বৃহত্তম অর্থনৈতিক ও স্বাস্থ্য সঙ্কট। চাকরি, স্বাস্থ্য সবকিছুর উপরই একটি নেতিবাচক প্রভাব ফেলেছে এই করোনা ভাইরাস। বৈশ্বিক শৃঙ্খলা, বৈশ্বিক মান শৃঙ্খলা এবং বিশ্বব্যাপী শ্রম ও মূলধন কে সংকটে ফেলেছে এই মহামারি রোগ’।

শক্তিকান্ত দাস অর্থনীতির জন্য আরবিআইয়ের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে বলেছেন, করোনার সংকটের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক আমাদের আর্থিক পরিস্থিতি বাঁচাতে এবং অর্থনীতিকে শক্তিশালী করতে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। আর্থিক স্থিতিশীলতার ফলে ভারতের অর্থনীতি ক্রমশ স্বাভাবিকের দিকে ফিরছে। লকডাউনের বিধিনিষেধও শিথিল করা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংক করোনার ভাইরাস সংকটের পূর্বেই ২০১৯ এর সেপ্টেম্বরে রেপ রেট কমিয়ে ১৩৫ করেছে। রেপ রেট মোট ২৫০ পয়েন্ট কমেছে।

সম্পর্কিত খবর

X