ভারতে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৫, আক্রান্ত ছুঁলো ২০৬

বাংলাহান্ট ডেস্কঃ ভারতে (India) মৃতের সংখ্যা বেড়ে ৫। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী করোনা (COVID-19) ভাইরাসের ফলে ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ২০৬। ফ্রান্স, ইটালি, জা্র্মানিতে লকডাউন ঘোষণা করা হয়েছে। ভারতের বিভিন্ন স্কুল, কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান, সিনেমা হল, এছাড়া বিভিন্ন জনবহুল প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী রবিবার অর্থাৎ ২২ শে মার্চ জনতা কার্ফু জারি করার নির্দেশ দিয়েছেন মোদী সরকার।

thermal screening kolkata corona salil bera

 

কলকাতা (Kolkata) আমলার ছেলের পর বালিগঞ্জের এক যুবকের শরীরে মিলেছে এই ভাইরাস। এই যুবকও সম্প্রতি ইংল্যান্ড থেকে ফিরেছে। প্রাথমিক চিকিতসায় ধরা না পড়লেও পরবর্তীতে ওই যুবকের দেহে রোগ লক্ষণ প্রকাশ পায়। দেশের নাগরিকদের সুরক্ষিত রাখার জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার একজোট হয়েছে। জরুরিকালিন সংকট অবস্থার জন্য তৈরি থাকতে বলা হচ্ছে সমস্ত নাগরিকদের।

আক্রান্ত যুবকের ছত্তিশগড় ও চণ্ডীগড়ের দুই বন্ধুর দেহেও মিলেছে এই রোগের জীবাণু। পরীক্ষার পর রিপোর্ট পজেটিভ আসে। পরিবারের লোকজনদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেয় চিকিতসকরা। সকাল ১১ টা বেজে ২৭ মিনিটে জয়পুরে আসা ইতালিয় পর্যটকের মৃত্যু হয়। লখনউ, উত্তরপ্রদেশ, মোহালি, পাঞ্জাবেও মিলেছে করোনা আক্রান্তের খোঁজ। করোনার জেরে পিছিয়ে গেল কান চলচ্চিত্র উৎসবও। আতঙ্কে রয়েছে গোটা বিশ্ব।

images 1 32

ইটালিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪০৫। চীনে এখনও অবধি মৃত্যু হয়েছে ৩,২৪৫ জনের। চীনকে ছাড়িয়ে ইতালিতে এখন মৃতের সংখ্যা সর্বাধিক। অপরদিকে আমেরিকায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছেরিয়েছ এবং মৃতের সংখ্যা হয়েছে ২০০। মহামারির আকার ধারণ করে এই রোগ সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। সমগ্র বিশ্বে এখনও অবধি এই রোগের প্রকোপে আক্রান্ত হয়েছেন আক্রান্ত হয়েছেন প্রায় ২৪৫৬৪৮ এবং মৃতের সংখ্যা প্রায় ১০০৪৮।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর