নিয়ম করে জীবানু মুক্ত রাখুন আপনার মোবাইলটিকেও

বাংলাহান্ট ডেস্কঃ চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৫১ জনে।চীন এবং দক্ষিণ কোরিয়ার পরিস্থিতি সাময়িক উন্নত হলেও ইরান ও ইতালিতে মৃত্যু মিছিল বাড়ছেই। বিশ্বের বিভিন্ন দেশে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। দেশের বেশিরভাগ রাজ্যেও ৩১ মার্চ পর্যন্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পশ্চিমবঙ্গে স্কুলের ছুটি বাড়িয়ে ১৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

WHO ইতিমধ্যেই করোনাকে বিশ্ব মহামারি ঘোষনা করেছে। করোনাভাইরাসকে ঠেকাতে নজর দিতে হবে নিজের মোবাইল ফোনটির দিকেও কারন মোবাইল থেকে করোনা না ছড়ালেও। আপনার হাঁচি বা কাশির ড্রপলেট থেকে ভাইরাস মোবাইলে যেতে পারে। নিয়ম করে জীবানু মুক্ত রাখুন আপনার মোবাইলটিকেও। কিন্তু মোবাইল পরিষ্কারের ক্ষেত্রে মাথায় রাখবেন কতগুলি বিশেষ বিষয়

driver using modern mobile phone map

  • স্ক্রিন কভার ও ব্যাক কভারও খুলে ফেলতে পবে পরিষ্কারের সময়
  • ক্লিনিং এজেন্ট সরাসরি ফোনের ওপর স্প্রে  না করে নরম পরিষ্কার কাপড়ে  নিয়ে ফোন পরিষ্কার করুন
  • পরিষ্কারের সময় ফোনটি সুইচ অফ করে নেবেন
  • চার্জার ও ইয়ারফোন খুলে মোবাইল ফোনটি পরিষ্কার করুন
  • স্ক্রিন কভার ও ব্যাক কভারও খুলে ফেলতে পবে পরিষ্কারের সময়
  • ফোন পরিষ্কার হবার পর শুকিয়ে গেলে তবেই সুইচ অন করুন।
  • ফোন ব্যাবহারের ক্ষেত্রে সচেতন হোন, সংক্রামিত বা সংক্রমন হয়েছে এমন সন্দেহ ভাজন ব্যাক্তির হাতে ফোন দেবেন না।

সম্পর্কিত খবর