রাজধানীতে দ্রুতগতিতে বাড়ছে করোনা ভাইরাস, পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বদলীয় বৈঠকের ডাক অমিত শাহের

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ দিল্লীতে (Delhi) করোনা ভাইরাস মোকাবেলায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) সমস্ত নেতাদের থেকে পরামর্শ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এই বিষয়ে অমিত শাহ একটি সর্বদলীয় বৈঠক ডেকেছেন। এই বৈঠকে সমস্ত দল নির্বিশেষে কংগ্রেস, বিজেপি এবং ক্ষমতাসীন দল আম আদমি পার্টির নেতাদেরকেও থাকার আহ্বান জানানো হয়েছে।

বৈঠক করবেন অমিত শাহ
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারা সংগঠিত এই বৈঠকে যোগ দেবার জন্য দিল্লী কংগ্রেসের রাজ্য সভাপতি অনিল কুমার চৌধুরী চৌধুরী সকলকে এই বৈঠকে যোগ দিতে বলেছেন। সূত্র মারফত জানা যায়, আয়োজিত এই বৈঠকে দিল্লীর সমস্ত দলের নেতাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আলোচনা করবেন, কিভাবে এই মহামারি করোনা ভাইরাসের বিরুদ্ধে সঠিক প্রতিকার পদক্ষেপ নেওয়া যায়।

রবিবারেও করা হয় এক বৈঠক
বরিবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজাল এবং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সাথে একটি বৈঠকে যোগ দিয়েছিলেন। দিল্লীতে ক্রমাগত বাড়তে থাকা করোনা পরিস্থিতির বিষয়ে আলোচনা করা হয় ওই বৈঠকে। পাশাপাশি চারজন চিকিৎসকের তিনটি বিশেষ দলও গঠন করা হয়েছে। এই দল করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ের তথ্য সরকারের কাছে পৌঁছে দেবে।

মাঠে নামলেন স্বরাষ্ট্রমন্ত্রী 
দিল্লীতে বাড়তে থাকা করোনা ভাইরাসের প্রসার রোধে এবার কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক করছেন রাজধানীর বিভিন্ন নেতা মন্ত্রীদের সঙ্গে। সেই সঙ্গে করোনা হাসপাতালগুলিতে ৬০ শতাংশ শয্যা নির্ধারনেরও নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সম্পর্কিত খবর

X