ভয়ঙ্কর খবরঃ শেষমেষ ভারতেও ঢুকে গেল করোনা ভাইরাস, কেরলে ছাত্রের দেহে মিলল ভাইরাস

বাংলা হান্ট ডেস্কঃ  ভয়ঙ্কর পরিস্থিতি! এবার ভারতের করোনার থাবা। শেষমেশ আশঙ্কা সত্যি করে ভারতের কেরলে একজনের দেহে মিলল করোনার ভাইরাস । জানা গেছে, চিনের এক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সে, কেরলের বাসিন্দা, তার শরীরে নোভেল করোনাভাইরাস পাওয়া গিয়েছে । এই মুহুর্তে তাকে আলাদাভাবে রাখা হয়েছে  এবং বিশেষভাবে পর্যবেক্ষণে রাখার কথা বলা হয়েছে ।

merlin 167609199 b39c888a b814 41a4 8570 e397dbbd7af3 superJumbo 1

উল্লেখ্য, ২৬ জানুয়ারি করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বেলেঘাটার আইডি হাসপাতালে এক চিনা তরুণীকে ভর্তি করা হয়েছিল। আপাতত তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। রাজস্থানেও চিন থেকে আগত একজন ডাক্তারের দেহেও ওই ভাইরাসে আক্রান্তের সন্দেহ করা হয়েছিল । সন্দেহ হতে হতে এবার সত্যি করেই ভারতে থাবা বসালো মারণ করোনা ভাইরাস।

চিন সহ গোটা বিশ্বে মহামারীর আকার নিতে চলেছে করোনা ভাইরাস । ইতিমধ্যেই চিনে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে । এখনও পর্যন্ত প্রায় ১৭০ জন পেরিয়ে গিয়েছে মৃতের সংখ্যা, মৃত্যুমিছিল পড়ে গিয়েছে চিনে, ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে । এশিয়া মহাদেশের নেপাল পাকিস্তান, জাপান সহ বাইরের দেশ গুলিতেও দ্রুত গতিতে ছড়িয়ে যাচ্ছে ভাইরাসটি ।

উল্লেখ্য, এই মারণ রোগের কেন্দ্রবিন্দু হচ্ছে হুবেই প্রদেশের রাজধানি ইউহান শহর।এহেন পরিস্থিতিতে এই রোগের মোকাবিলায় বিশ্বজুড়ে পদক্ষেপের আরজি জানিয়েছে WHO। এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাইরেক্টর জেনারেল টেডরস আধানম ঘেবরেয়েসাস বলেন, ‘গত কয়কদিনে যে গতিতে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে, তা অত্যন্ত উদ্বেগের বিষয়।’

 

 

 

 

সম্পর্কিত খবর