এই মুহূর্তে বিশ্বজুড়ে মহামারী আকার ধারন করেছে করোনা ভাইরাস। করোনার বিরুদ্ধে লড়াই করতে বিভিন্ন দেশ নানা পদক্ষেপ গ্রহণ করেছে। করোনা রুখতে অস্ট্রেলিয়া সরকার অস্থায়ী ভাবে ছয় মাস সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে এই মুহূর্তে একদিকে অস্ট্রেলিয়া থেকে কেউ বাইরে যেতে পারবে না অপরদিকে বাইরের দেশ থেকে কেউ অস্ট্রেলিয়ায় ঢুকতেও পারবে না। আর অস্ট্রেলিয়া সরকারের এই কঠিন সিদ্ধান্তের ফলে একদিকে যেমন অনিশ্চিয়তা তৈরি হয়েছে টিটোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তেমনি অনিশ্চিয়তার কালো মেঘ দেখা দিয়েছে ভারতের অস্ট্রেলিয়া সফর নিয়েও।
করোনা ভাইরাস সবথেকে বড় প্রভাব ফেলেছে ক্রিড়াক্ষেত্রে, করোনার কোপে অলিম্পিকের মতো বড় টুর্নামেন্টেও পিছিয়ে গিয়েছে, অনেক টুনামেন্ট বন্ধ হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে এই বছরের অক্টোবর-নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে অনিশ্চয়তার কালো মেঘ দেখা দিয়েছে। অস্ট্রেলিয়া সরকার করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য ছয় মাসের জন্য সীমান্ত সিল করে দিয়েছে এমন পরিস্থিতিতে অনেকে মনে করছেন পিছিয়ে যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপও।
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের টেস্ট সিরিজ রয়েছে। তাই মনে করা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ যদি পিছিয়ে যায় সেক্ষেত্রে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের অস্ট্রেলিয়া সফরও। এখন পুরো বিষয়টা নির্ভর করছে অস্ট্রেলিয়া সরকারের ওপর, ক্রিকেটপ্রেমীরা এখন তাকিয়ে কবে অস্ট্রেলিয়া সরকার তাদের সীমান্ত খোলে।