করোনা ভাইরাস এবার থাবা বসিয়েছে কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রীর শরীরে, চাঞ্চল্য রাজনৈতিক মহলে

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (Corona Vairas) আতঙ্কে বিশ্ব আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে। সমগ্র বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রায় ১০০ এরও বেশি দেশে এই মারণরোগ ছড়িয়ে পড়েছে। এবং আক্রান্তের সংখ্যা ১০ লক্ষরেও বেশি মানুষ। এই পরিস্থিতিতে WHO এই রোগকে মহামারি বলে ঘোষণা করেছে। এই অবস্থায় জানা গেছে কানাডার (Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) স্ত্রী সোফি গ্রেগরির শরীরে বাসা বেঁধেছে এই করোনা ভাইরাস।

CORONA 222

চীনের (Chaina) হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে এই রোগ সমগ্র বিশ্বকে গ্রাস করে ফেলেছে। এই রোগ এবার থাবা বসিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরির শরীরে। চিকিৎসকরা জানান, পরীক্ষায় দেখা গিয়েছে সোফি গ্রগরি ট্রুডো Covid 19 আক্রান্ত হয়েছে। তবে চিন্তার কিছু নেই। তিনি এখন ভালোই আছেন। তবে চিকিৎসকদের পরামর্শ মতো তাঁকে বেশ কিছু দিন আইসোলেশনে থাকতে হবে। রোগ প্রতিরোধের জন্য যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছেন তিনি।

ব্রিটেনের নির্ধারিত কর্মসূচী থেকে ফিরে প্রথমে জ্বরে আক্রান্ত হন সোফি গ্রেগরি। তারপর চিকিৎসকদের কাছে গেলে, তাঁরা তাঁর শরীরে এই রোগ লক্ষণ দেখতে পায়। এই রোগের লক্ষণ তাঁর শরীরে দেখা গেলেও শরীর খারাপ না হলে তাঁর কোনো পরীক্ষা নিরীক্ষা হবে না বলে জানান চিকিৎসকরা। তবে এখন তাঁকে ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে।

ভারতে (India) এখনও অবধি প্রায় ৭০ জন মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন। ভারতে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে এই রোগ। কেন্দ্র সরকারও এই রোগ প্রতিরোধে সক্রিয় ভূমিকা গ্রহণ করছে।এই মারণ রোগের হাত থেকে মুক্তি পাবার জন্য বিদেশের ভিসা বাতিল করে দেয় কেন্দ্র সরকার। বর্তমানে দিল্লীতে (Delhi) আগামী ৩১ শে মার্চ অবধি সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার সিধান্ত নেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকার।

Smita Hari

সম্পর্কিত খবর