বাংলা হান্ট ডেস্কঃ দেশে করোনা ভাইরাসের (Coronavirus) বৃদ্ধির মামলা এবার কিছুটা স্বস্তি দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনার যতগুলো নতুন মামলা সামনে এসেছে, তাঁর থেকে বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দেশে এখনো পর্যন্ত প্রায় ২০ লক্ষ মানুষ করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য মন্ত্রালয়ের তরফ থেকে জারি পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫৭ হাজার ৯৩৭ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। এরপর ভারতে করোনা থেকে সুস্থ হওয়ার দর বেড়ে ৭৩.১৭ শতাংশ হয়ে গেছে। মন্ত্রালয় অনুযায়ী, ভারতে এখনো পর্যন্ত ৩ কোটি ০৯ লক্ষ ৪১ হাজার ২৬৪ জন মানুষের করোনার পরীক্ষা হয়েছে। আর ১৭ ই আগস্ট ৮ লক্ষ ৯৯ হাজার ৮৬৪ জনের করোনার পরীক্ষা করানো হয়েছে।
Spike of 55,079 cases and 876 deaths reported in India, in the last 24 hours.
The #COVID19 tally in the country rises to 27,02,743 including 6,73,166 active cases, 19,77,780 discharged/migrated & 51,797 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/Sxky8lb11G
— ANI (@ANI) August 18, 2020
স্বাস্থ্য মন্ত্রালয়ের তাজা পরিসংখ্যান অনুযায়ী, দেশে এই সময় করোনাতে সংক্রমিত রোগীর সংখ্যা ২৭ লক্ষ ২ হাজার ৭৪২ হয়েছে। এদের মধ্যে ৬ লক্ষ ৭৩ হাজার ১৬৬ জন এখনো হাসপাতালে চিকিৎসারত। আর ১৯ লক্ষ ৭৭ হাজার ৭৭৯ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন। রবিবার থেকে সোমবার করোনার মামলায় নজর দিলে, দেশে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৬ লক্ষ ৭৬ হাজার ৯০০ এর মতো ছিল। সোমবার সেই প্রায় চার হাজার কমে ৬ লক্ষ ৭৩ হাজার ১৬৬ হয়েছে।
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ সবথেকে বেশি মহারাষ্ট্রে হয়েছে। সেখানে এখনো পর্যন্ত ৬ লক্ষ ৪ হাজার ৩৫৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। সেখানে বর্তমানে মোট সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৮৪ হাজার ৭৭। রিকভারি রেট মামলায় দিল্লী সবার আগে। সেখানে এখনো পর্যন্ত ১ লক্ষ ৫৩ হাজার ৩৬৭ জন এই ভাইরাসে আক্রন্ত হন আর এখন মোট সক্রিয় মামলার সংখ্যা মাত্র ১০ হাজার ৮৫২।
ICMR অনুযায়ী, এখনো পর্যন্ত দেশে ৩ কোটি ৯ লক্ষ ৪১ হাজার ২৬৪ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। সোমবার গোটা দেশে ৮ লক্ষ ৯৯ হাজার ৮৬৪ জনের স্যাম্পেল এসেছে।