গরিবদের জন্য অন্ন আর ধন যোজনার ঘোষণা মোদী সরকারের, খরচ হবে 1.70 লক্ষ কোটি টাকা

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ ভারতে (India) করোনা ভাইরাসের বিপদ বাড়ছে দেখে কেন্দ্রের নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকার আর্থিক প্যাকেজ ঘোষণা করল। করোনা ভাইরাসের কারণে অর্থব্যবস্থাতে যেমন খারাপ প্রভাব পড়ছে, তেমনই গরিব মানুষরা চরম সমস্যার সন্মুখিন হচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমন দ্বারা এই প্যাকেজ ঘোষণা হওয়ার খবর সামনে আসার পরেই শেয়ার বাজারে আসার আলো দেখা দিয়েছে।

  1. কেন্দ্রীয় অর্থ মন্ত্রী ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেছেন।
  2. স্বাস্থ কর্মীদের জন্য ৫০ লক্ষ টাকার বীমা। ২০ লক্ষ কর্মচারী এই বীমার লাভ ওঠাতে পারবেন।
  3. অর্থমন্ত্রী বলেন, কোন গরিব না খেয়ে থাকবে না। এরজন্য সরকার উচিৎ পদক্ষেপ নেবে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ এবং অন্ন যোজনার মাধ্যমে গরিবদের মুখে খাওয়ার তুলে দেওয়া হবে।
  4. এই প্রকল্প অনুযায়ী, অতিরিক্ত পাঁচ কেজি গম আর চাল তিনমাস পর্যন্ত পাওয়া যাবে। ৮০ কোটি গরিব মানুষ এই সুবিধা নিতে পারবেন। এর সাথে সাথে এক কেজি ডালও দেওয়া হবে।
  5. এপ্রিল মাসের প্রথমেই কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ করে টাকা পাঠানো হবে। ৮ কোটি ৭০ লক্ষ কৃষক এর সুবিধা পাবেন।
  6. তিন কোটি বরিষ্ঠ নাগরিক এবং বিধবাদের ভাতা দেওয়া হবে।
  7. ১০০ দিনের কাজ করা শ্রমিকদের বেতন বাড়ানো হবে।
  8. ২০ কোটি মহিলা জনধন অ্যাকাউন্টে ৫০০ টাকা প্রতিমাসে দেওয়া হবে।

X