Breaking News- আরও দুই সপ্তাহের জন্য বাড়িয়ে দেওয়া হল লকডাউন! জানালো স্বরাষ্ট্র মন্ত্রক

বাংলা হান্ট ডেস্কঃ দেশজুড়ে করোনা ভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা লাগাতার বেড়েই চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রালয় আর পরিবার কল্যাণ মন্ত্রালয়ের তরফ থেকে জারি পরিসংখ্যান অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫৫ টি নতুন মামলা সামনে এসেছে। এবং ৭৭ জনের মৃত্যু হয়েছে।

এরপর দেশে মোট করোনা পজেটিভ রোগীর সংখ্যা বেড়ে ৩৫ হাজার ৩৬৫ হয়ে গেল। এর মধ্যে ২৫ হাজারেরও বেশি মামলা সক্রিয়। এখনো পর্যন্ত ৯ হাজার ৬০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এবং গোটা দেশে মোট ১ হাজার ১৫২ জনের মৃত্যু হয়েছে।

pti

প্রথমবার লকডাউন শেষ হওয়ার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও ১৮ দিনের লকডাউন বাড়িয়ে আগামী ৩রা এপ্রিল পর্যন্ত করেছিল। আর এই লকডাউন শেষ হওয়ার দুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে আবারও দুই সপ্তাহের লকডাউন বাড়ানো হয়েছে। এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর তরফ থেকে লকডাউন বাড়ানো নিয়ে কোন সংবাদ না আসলেও, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে দুই সপ্তাহের জন্য লকডাউন বাড়িয়ে দেওয়া হয়েছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর