বাংলা হান্ট ডেস্কঃ দেশে (India) করোনার মামলা দ্রুত গতিতে কমছে। দেশে আপাতত ৭৬ লক্ষের আশেপাশে করোনায় আক্রান্ত হওয়ার মামলা সামনে এসেছে। মঙ্গলবার ৮৩ দিন পর দেশে প্রথমবার ৫০ হাজারেরও কম মামলা সামনে এসেছে। আর মৃতদের সংখ্যা প্রায় ৬০০ ছিল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয় অনুযায়ী, দেশে আপাতত মোট সক্রিয় মামলা ১০.২৩ শতাংশ আর করোনা থেকে সুস্থ হওয়ার মামলা ৮৮.২৬ শতাংশ। এর সাথে সাথে গোটা দেশে সংক্রমণে মৃত্যুর হার ১.৫২ শতাংশ বলা জানা গিয়েছে।
Mohfw অনুযায়ী, দেশে আপাতত ৭ লক্ষ ৪৮ হাজার ৫৩৮ টি সক্রিয় মামলা আছে। মোট ৬৭ লক্ষ ৩৩ হাজার ৩২৮ জন এখনো পর্যন্ত সুস্থ হয়েছেন আর ১ লক্ষ ১৫ হাজার ১৯৭ জন এই মারক ভাইরাসে প্রাণ হারিয়েছে। মন্ত্রালয় জানিয়েছে যে, গত ২৪ ঘণ্টা (সোমবার সকাল ৮ টা থেকে মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত) দেশে মোট ৪৬ হাজার ৭৯০ টি নতুন সংক্রমণের মামলা দায়ের করা হয়েছে। আর এই ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬৯ হাজার ৭২০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৫৮৭ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রালয় জানিয়েছে, দেশে পাঁচটি সবথেকে প্রভাবিত রাজ্য মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল, অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু থেকে প্রতিদিন করোনার নতুন মামলা হ্রাস পাচ্ছে। ভারতে করোনা সক্রিয় মামলা লাগাতার কমছে। Mohfw অনুযায়ী, অক্টোবর রের তৃতীয় সপ্তাহে সক্রিয় মামলার অনুপাত প্রতিদিন ৬.১৩ শতাংশ এসে দাঁড়িয়েছে। Mohfw জানায়, এরা কেন্দ্র সরকারের ট্র্যাকিং, টেস্টিং, ট্রিটিং আর টেকনোলজির সফল রণনীতির পরিণাম।