বাংলা হান্ট ডেস্কঃ দেশে করোনা ভাইরাসের মামলা লাগাতার বেড়েই চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে সমস্ত দলের নেতাদের সাথে বৈঠক করছেন। এই বৈঠকে সরকার দ্বারা ভবিষ্যতে করোনার ভ্যাকসিন বিতরণ নিয়ে চর্চা হতে পারে।
মহামারীর কারণে এই বৈঠক ভার্চুয়ালি ডাকা হয়েছে। এই বৈঠকে অনেক দলের নেতারাই যুক্ত হচ্ছেন। কিছুদিন আগে দেশে করোনার বর্ধিত মামলার কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করেন। আরেকদিকে, এই বৈঠক এমন সময় হচ্ছে যখন দেশের রাজধানী দিল্লী বর্ডারে কৃষকদের আন্দোলন চলছে।
কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী দেশের করোনার পরিস্থিতি আর ভ্যাকসিন নিয়ে চর্চা করার জন্য শুক্রবার হওয়ার এই সর্বদলীয় বৈঠকের আগে বলেন যে, আশা করছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠকে ঠিক করবেন যে দেশে করোনার প্রকোপ কমাতে কবে থেকে তিনি বিনামূল্যে ভ্যাকসিন দেবেন। উনি ট্যুইট করে লেখেন, ‘আমার আশা হল এই সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী এটা স্পষ্ট করবেন যে, ভারতীয়দের করোনার ফ্রি ভ্যাকসিন কবে দেওয়া হবে।”
সর্বদলীয় বৈঠকে করোনার ভ্যাকসিনের যোজনা নিয়ে চর্চা হতে পারে। বৈঠকে বিরোধী দলের অনেক নেতাই অংশ নেবেন। এই নেতারা হতে পারেন যুক্ত …
- বিজু জনতা দল- চন্দ্রশেখর সাহু
- ওয়াইএসআরসিপি- মিথুন রেড্ডি আর বিজয়সাই রেড্ডি
- AIMIM- ইমতিয়াজ জলিল
- শিবসেনা- বিনায়ক রাউত
- জেডিইউ- আরসিপি সিং
- কংগ্রেস- অধীর চৌধুরী
- তৃণমূল কংগ্রেস- সুদীপ বন্দ্যোপাধ্যায় আর ডেরেক ওব্রায়েন
- AIADMK- নবনীত কৃষ্ণ
- DMK- টিআরকে বালু
- JDS- এইডি দেবেগৌড়া
- NCP- শরদ পাওয়ার
- সমাজবাদী পার্টি- রামগোপাল যাদব
- বহুজন সমাজ পার্টি- সতীশ মিশ্রা
- RJD- প্রেম চন্দ্র গুপ্তা
- TDP- জয় গল্লা
- AAP- সঞ্জয় সিংহ
- TRS- নাম নাগেশ্বর রাও
- LJP- চিরাগ পাসওয়ান
- আকালি দল- সুখবীর সিং বাদল
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা