বাংলা হান্ট ডেস্কঃ ভারতে (India) করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হওয়ার কথা আমরা শুনে আসছি। কিন্তু এবার এই করোনা আতঙ্কের মধ্যে খুশির খবর হল এই ভাইরাস দেশে এখনো পর্যন্ত দ্বিতীয় স্টেজেই আছে, আর তৃতীয় স্টেজে যাতে না পৌঁছায় সেই জন্য সরকার লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) দাবি করেছে যে, ভারতে করোনা ভাইরাস কমিউনিটিতে ছড়াচ্ছে না। এর মানে এই যে, যদি কোন ব্যাক্তির রেসাল্ট পজিটিভ পাওয়া যায়, তাহলে তাঁর কারণে গোটা এলাকায় করোনা ভাইরাস ছড়াতে পারবে না। দেশে করোনা ভাইরাস নিয়ে পাওয়া খবরের মধ্যে এই খবর অনেক শান্তিদায়ক।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের (Indian Council of Medical Research) অনুসারে সংক্রমিত মানুষের পরিসংখ্যান দেখলে তাঁদের টেবল হিস্ট্রি বিদেশের সাথে যুক্ত দেখা যায়। এর মানে হল এই ভাইরাস এখনো দেশে অতটা দ্রুত ছড়াতে পারছে না। দেশের অনেক রাজ্যে স্কুল-কলেজ গুলোকে আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। করোনার প্রকোপ ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা ভাইরাস নিয়ে সরকার অনেক গাইডলাইন জারি করেছে।
826 samples tested, none of them are positive so far: Indian Council of Medical Research (ICMR) to ANI on random samples tested so far to rule out community transmission of COVID-19 pic.twitter.com/sUpWjdc9I4
— ANI (@ANI) March 19, 2020
করোনায় আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার মধ্যে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) আলাদা আলাদা দুটি স্যাম্পেল দিয়েছে। এটি স্টেজ-২ এ আধারিত টেস্টিং। যাঁদের স্যাম্পেল নেওয়া হয়েছে, তাঁরা হয়ত বিদেশ যাত্রা করেনি অথবা এরকম কোন রেকর্ড নেই। সমস্ত স্যাম্পেল গুলোকে টেস্টিং এর জন্য পাঠানো হয়েছে, ICMR থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ৮২৬ টি স্যাম্পেলের রিপোর্ট নেগেটিভ এসেছে।