এই সঙ্কটে পাশে আছি, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী মোদী

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ করোনাভাইরাসের মহামারীতে সম্পূর্ণ ভাবে বিপর্যস্ত আমেরিকা। আর আজ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে  (Donald Trump) ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করে নিজেই জানান। প্রধানমন্ত্রী মোদী বলেন, এই আলোচনায় আমরা করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে  ভারত-আমেরিকার অংশীদারিত্বকে সম্পূর্ণ শক্তি দিয়ে ব্যবহার করব।

দুই দেশের রাষ্ট্রপ্রধান কোভিড-১৯ এর বিরুদ্ধে ভারত – আমেরিকার অংশীদারিত্বকে সম্পূর্ণ শক্তি দিয়ে ব্যবহার করার সংকল্প নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আলোচনা নিয়ে ট্যুইট করে জানান, ‘রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে বিস্তৃত চর্চা হয়েছে।” উনি বলেন, ‘আমাদের এই আলোচনা ইতিবাচক ছিল। আমরা করোনা ভাইরাসের বিরুদ্ধে ভারত আর আমেরিকার অংশীদারিত্বকে সম্পূর্ণ শক্তি দিয়ে ব্যাবহার করা নিয়ে সহমত হয়েছি।”

উল্লেখ্য, আমেরিকায় করোনাভাইরাসের সংক্রমণে এখনো পর্যন্ত ২,৭৮,৪৫৮ মামলা সামনে এসেছে। আর ৭ হাজার ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আরেকদিকে ভারতে ৩ হাজারের বেশি মামলা সামনে এসেছে এবং ৬৮ জনের মৃত্যু হয়েছে।

X