বাংলা হান্ট ডেস্কঃ যেমন হুহু করে বেড়ে চলেছিল করোনার দৈনিক সংক্রমণ, তেমনই দ্রুত গতিতে নামছে গ্রাফ। এক সময় ভারতে প্রতিদিন ৪ লক্ষ করে মানুষ নতুন করে করোনা আক্রান্ত হচ্ছিলেন, আর এখন সেই সংখ্যা দেড় লক্ষের নিচে নেমে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ২৭ হাজার মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন এই মারণ ভাইরাসে। আরেকদিকে, মৃত্যুর সংখ্যাও অনেক কমেছে। দৈনিক ৪ হাজার বা তাঁর বেশী মৃত্যু হচ্ছিল কদিন আগে, আর গত ২৪ ঘণ্টায় দেশে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৯৭৫ জনের।
দেশে ক্রমহ্রাসমান করোনার গ্রাফ সাধারণ মানুষ আর চিকিৎসকদের জন্য আশার আলো দেখাচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়েছিল ভারত। হাসপাতালে বেড কম, শ্মশানে জায়গা নেই আর অক্সিজেনের তুমুল অভাব দেখা দিয়েছিল দেশে। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। আরেকদিকে, দেশে এখন টিকাকরণ অভিযানও চলছে। তবে অত্যাধিক বেশী মাত্রায় ভ্যাকসিনের উৎপাদন না হওয়ায় টিকাকরণ অভিযান অনেকটাই শিথিল হয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে অনেক রাজ্যেই লকডাউন ঘোষণা হয়েছিল। বাংলাতেও এক দফার লকডাউন শেষ করে দ্বিতীয় দফার লকডাউন শুরু হয়েছে। আরেকদিকে, এখন অনেক রাজ্যেই লকডাউন শিথিল করার প্রক্রিয়াও শুরু হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে হয়ত পশ্চিমবঙ্গেও লকডাউন শিথিল করার প্রক্রিয়া শুরু হবে। খুব শীঘ্রই স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে জীবন-যাপন।