বাংলাহান্ট ডেস্ক : এসএসসি নিয়োগে দুর্নীতি (SSC SCam) নিয়ে উত্তাল রাজ্য। একই অবস্থা টেট দুর্নীতি (TET Scam) নিয়েও। এবার এরইমধ্যে যোগ হলো কলেজে (College) নিয়োগে (Recruitment) বেনিয়মের অভিযোগ। কলকাতা হাইকোর্টে (High Court) দায়ের হলো মামলা।
জানা যাচ্ছে, ২০১৯ সালের ডিসেম্বরে রাজ্যের কলেজগুলিতে যে অতিথি অধ্যাপক(Guest Lecturer) নিয়োগ করা হয় সেখানে বেনিয়ম হয়। এইঅভিযোগে এক সমাজকর্মী মামলা দায়ের করলেন কলকাতা হাইকোর্টে। আদালত সেই মামলা গ্রহণও করেছে। আগামীকাল শুক্রবারই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর।
মামলাকারীর বক্তব্য, ২০১৯ সালে কলেজ সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তির ভিত্তিতে রাজ্যের কলেজগুলিতে ১২ হাজার অতিথি অধ্যাপক নিয়োগ করা হয়। এরই মধ্যে বহু নিয়োগই যোগ্যতার ন্যূনতম মানদণ্ডটাও মানা হয়নি। চূড়ান্ত বেনিয়ম হয়েছে নিয়োগে। তাই এই বিষয় নিয়েই মামলা দায়ের হলো আদালতে।
তবে কলেজ নিয়োগে দুর্নীতি এই প্রথম নয়। এর আগে গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালয়ে কোটি-কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন সেই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। এর মধ্যে ১১ জন শিক্ষকের নিয়োগও হয়েছে বলে খবর। আর এই নিয়ে এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তের দাবি তুলে জনস্বার্থ মামলা করতে চলেছে বিজেপি। সেক্ষেত্রে তাঁদের অভিযোগ পার্থ চট্টোপাধ্যায় সহ তাঁর ঘনিষ্ঠ কৃষ্ণকলি বসু (ঘোষ) এর বিরুদ্ধে।
সূত্রের খবর, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ওই এগারো জনের নিয়োগ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের একজিকিউটিভ কাউন্সিলের মেম্বার বঙ্গরত্ন শিক্ষাবিদ শক্তি পাত্রকে কোনও নোটিস ছাড়াই সরিয়ে দেওয়া হয়। সেই জায়গায় বসানো হয় কৃষ্ণকলী বসুকে। কৃষ্ণকলী আবার বর্তমানে ওয়েবকুপার রাজ্য সভাপতি। এরই সঙ্গে অভিযোগ উঠছে, মুখ্যমন্ত্রীর নির্দেশ বা মদত ছাড়া বিশ্ববিদ্যালয়ে এই বিরাট অঙ্কের আর্থিক কেলেঙ্কারি কোনও ভাবেই হতে পারে না।