দুর্দান্ত খবর! দাম কমলো LPG সিলিন্ডারের

বাংলাহান্ট ডেস্কঃ চলতি আর্থিক বছরের একেবারে অন্তিম দিনে সুখবর দিল ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড (Indian Oil Corporation Limited)। একধাক্কায় বেশ খানিকটা দাম কমলয় দেশীয় এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder)। আজ থেকেই এই আদেশ কার্যকর হবে বলে ঘোষণা করা হয় সংস্থার তরফে।

Make Cooking Gas Cheaper For Poor, Remove Subsidy For Rich: Study

ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন বুধবার একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও পেট্রো পণ্য গুলির মূল্য লাগাতার বৃদ্ধি পেয়েছে। ভারত যেহেতু অপরিশোধিত তেলের ক্ষেত্রে আমদানির উপর নির্ভরশীল। তাই আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির দরুণ ভারতীয় বাজারেও তার মূল্য বৃদ্ধি পেয়েছিল।’

আইওসিএল-র (IOCL) তরফে এদিন আরও জানানো হয় যে, ‘গত কয়েকদিন ধরে তেল সংস্থা গুলি পেট্রোল ডিজেলের খুচরো বিক্রয়মূল্য কমিয়েছে। যার ফলে গাড়ি চালক ও নিত্যযাত্রীরা অনেকটা স্বস্তিও পেয়েছে। জানানো হয় যে, লিটার প্রতি পেট্রোলের ৬১পয়সা এবং ডিজেল ৬০ পয়সা কমেছে।

LPG delivery boys demanding money from consumers

এসবের পাশাপাশি আকাশছোঁয়া গ্যাসের দাম (LPG Price) কমানোর কথা জানানো হয়। এলপিজি সিলিন্ডারের মূল্য ১০ টাকা কমিয়ে ৮১৯ থেকে করা হচ্ছে ৮০৯ টাকা। যা লাগু হয়েছে আজ থেকে অর্থাৎ ১ এপ্রিল থেকেই। ফলস্বরূপ বলা যেতে পারে, কিছুটা হলেও স্বস্তি পেতে চলেছে আমজনতারা।

সম্পর্কিত খবর