বাংলাহান্ট ডেস্ক: প্রযুক্তিগত দিক দিয়ে দ্রুত উন্নতি করছে ভারত। বাকি বিশ্বের মতোই আধুনিকতার ছোঁয়া লেগেছে ভারতেও। একইসঙ্গে এই আধুনিকতার যাত্রায় অংশীদার হচ্ছেন এমন কিছু মানুষ যাঁরা হয়তো কখনই প্রযুক্তি দেখেননি। আধুনিক এই জিনিস অনুভব করা এখনও বহু মানুষের কাছেই স্বপ্নের মতো। শহরে এসে প্রথম বারের জন্য মেট্রো চড়া হোক বা বিমানে চড়াই হোক।
একজন প্রত্যন্ত গ্রামের মানুষ প্রথম বারের জন্য এই পরিষেবা ব্যবহার করলে কেমন লাগবে তাঁর? এমনই এক ঘটনা সামনে এসেছে সম্প্রতি। সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে, একটি গ্রামের দম্পতিকে। তাঁরা প্রথম বারের জন্য মুম্বইয়ের মেট্রোয় সফর করছেন। তাঁরা জানালেন, তার আগে কখনও ট্রেনেই চড়েননি।
#mumbaiMetro A couple bring own Pooja material coconut, prashad to welcome new Mumbai metro line. #whynot #itsaFreeCountry pic.twitter.com/JPb5ZuUC4R
— Karan Ludhar (@kanutsharma) January 20, 2023
আরও জানিয়েছেন, প্রথম বার মেট্রো চড়ছেন, তাই সঙ্গে করে পুজোর সামগ্রী নিয়ে এসেছেন। যাতে তাঁদের যাত্রা শুভ হয়। এছাড়াও মুম্বইয়ের নতুন মেট্রো লাইনটির সাফল্য কামনায় পুজো দিতে চান তাঁরা। তবে মেট্রোর মধ্যে পুজো দেননি। পুজো দেওয়ার জন্য গিয়েছেন সাই বাবার মন্দিরে। টুইটারে এই ভিডিও পোস্ট করেছেন এক ব্যবহারকারী।
সেখানে তিনি লিখেছেন, ‘নতুন মেট্রো লাইনকে স্বাগত জানাতে পুজোর সামগ্রী এনেছেন এই দম্পতি।’ ভিডিওতে ওই দম্পতিকে প্রশ্ন করতে দেখা যায় একজনকে। তাঁকে দম্পতি জানান, জীবনে প্রথম বার ট্রেনে সফর করছেন তাঁরা। এই খুশিতেই পুজোর সামগ্রী নিয়ে এসেছেন। ব্যাগ থেকে একটি নারকেল ও ধূপকাঠির প্যাকেট বার করেও দেখান।
তাঁরা বলেন, প্রথম বার ট্রেনে উঠে বেশ ভালই লাগছে। তার আগে অবধি তাঁরা জানতেনই না কী ভাবে মেট্রোতে উঠতে হয়। তাঁরা আরও জানান, ট্রেন থেকে নেমে সাই বাবার মন্দিরে পুজো দিতে যাবেন। সব শেষে ভারতের এই কাজকে কুর্নিশ জানান ওই দম্পতি। একইসঙ্গে জানান, তাঁদের আশা, ভারত যাতে এ ভাবেই উন্নতি করতে থাকে। পাশাপাশি বিশ্ব দরবারেও ভারতের নাম যাতে উজ্জ্বল হয়।
ইতিমধ্যেই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এখনও অবধি প্রায় ৬ লক্ষ মানুষ এটি দেখে ফেলেছেন। একইসঙ্গে প্রায় ৩ হাজার মানুষ ভিডিওটি পছন্দ করেছেন। দম্পতির এই সারল্য সকলেরই মনে ধরেছে। কমেন্ট করে নিজেদের মনের কথা প্রকাশ করছেন নেটিজেনরা।