বাংলা হান্ট ডেস্কঃ ভালোবাসার মানুষের সঙ্গে একান্তে সময় কাটাতে কে না পছন্দ করে! তবে এবার নির্জনে প্রেম করতে গিয়েই জীবন নিয়ে টানাটানি! সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওয় (Viral Video) এমনটাই দেখা গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, নদীর উপর থাকা সেতুর নীচে বসে প্রেম করছিলেন এক যুগল (Couple)। সেই সময় হঠাৎ নদীর জলস্তর বাড়তে থাকে। সেতুর থামের নীচে আটকা পড়েন যান দু’জনে। নেটপাড়ায় ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে এই দৃশ্য।
যুগলের সঙ্গে কী হল? দেখুন ভাইরাল ভিডিও (Viral Video)
সপ্তাহখানেক আগে ‘ভাইরাল নিউজ হিয়ার’ নামক একটি ইনস্টাগ্রাম (Instagram) প্রোফাইল থেকে এই ভিডিও শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই আড়াই লক্ষের বেশি লাইক পড়ে গিয়েছে। সেই সঙ্গেই রয়েছে অজস্র কমেন্ট। এই ভিডিও দেখে কেউ কেউ মজার মন্তব্য করেছেন, কেউ আবার প্রকাশ করেছেন বিরক্তি।
View this post on Instagram
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি গুজরাটের (Gujarat)। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, সেখানকার নর্মদা নদীর উপর থাকা সেতুর নীচে একান্তে সময় কাটাচ্ছেন এক যুগল। সেতুর থামের গোড়ায় বসে প্রেম করছিলেন তাঁরা। সেই সময় আচমকা জলস্তর বৃদ্ধি পেতে শুরু করে।
আরও পড়ুনঃ একবার খেলে আঙুল চাটবেন! কাবলিছোলার তরকারি নয়, পাতে পড়ুক প্রোটিনে ভরপুর কাবলিছোলার পরোটা
প্রাণ বাঁচাতে কোনও রকম একটু উঁচু জায়গায় উঠে অপেক্ষা করতে থাকেন দু’জনে। সেই সময় স্থানীয় কিছু মানুষ তাঁদের দেখতে পেয়ে সাহায্যের জন্য এগিয়ে আসেন। নৌকা নিয়ে এসে যুগলকে উদ্ধার করা হয়। ইতিমধ্যেই সেই ভিডিও সামনে এসেছে। যদিও তার সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট। এই ভিডিও কবে রেকর্ড করা হয়েছিল সেটাও জানা যায়নি।
এই ভাইরাল ভিডিওয় ইতিমধ্যেই বহু নেটাগরিক কমেন্ট করেছেন। কেউ লিখেছেন, ‘একেই বলে ভালোবাসায় অন্ধ হয়ে যাওয়া। বানটাও দেখতে পায়নি!’ আরেকজনের আবার কমেন্ট, ‘যা খুশি বলো, তবে দু’জনকে সুন্দর লাগছে’! অন্য একজন আবার লিখেছেন, ‘বেশি ফুর্তির চক্করে দু’জনের বেঘোরে প্রাণ যেত। এদের সুবুদ্ধি দিক ভগবান!’
সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই নানান ধরণের পোস্ট ভাইরাল (Viral Video) হতে দেখা যায়। সম্প্রতি যেমন এই যুগলের ভিডিও আলোড়ন সৃষ্টি করেছে। কেউ তা দেখে মজার মন্তব্য করেছেন, কেউ আবার বিরক্ত। কমেন্ট খুললেই তা চোখে পড়ছে।