বাংলাহান্ট ডেস্ক: গোটা দেশের উন্নতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘ডিজিটাল ইন্ডিয়া’ শুরু করেছিলেন। কিন্তু তিনি কী ভেবেছিলেন যে তাঁর এই ডিজিটাল ইন্ডিয়া একদিন বিয়ের কাজেও আসবে।
হ্যাঁ, ঠিকই পড়েছেন, সম্প্রতি এমনই বেনজির ঘটনা দেখা গিয়েছে ঔরঙ্গাবাদের একটি পরিবারে। এই মুহূর্তে গোটা দেশেই চলছে লকডাউন। বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে। প্রধানমন্ত্রী মোদী ঘোষনা করেছেন আগামী ১৪ এপ্রিল পর্যন্ত পুরো দেশেই মানা হবে লকডাউন। এই অবস্থায় সকলেই রয়েছেন গৃহবন্দি। বন্ধ সমস্ত দোকানপাট, স্কুল , কলেজ। শুধুমাত্র খোলা রয়েছে জরুরি পরিষেবা ও ইন্টারনেট পরিষেবা। আর সেটাই কাজে লাগিয়েছেন ঔরঙ্গাবাদের বাসিন্দা মহম্মদ মিনহাজউদ। লকডাউনকে নিজের প্রেমের পরিণতির পথে বাধা হয়ে দাঁড়াতে দেননি তিনি। কনের থেকে আলাদা থেকেও ভিডিও কলের মাধ্যমেই দিব্যি নিকাহ সেরে নিয়েছেন।
মাস ছয় আগেই স্থির হয়ে গিয়েছিল বিয়ের তারিখ। বাড়ির কাছেই ভাল পাত্রীরও খোঁজ মিলেছিল। গত শুক্রবারই চার হাত এক হওয়ার কথা ছিল। কিন্তু তার মধ্যেই হঠাৎ করে লকডাউনের ঘোষনা হয়। এদিকে প্রশাসনের নিয়ম অনুযায়ী বড়ো জমায়েত করা যাবে না। তাই মৌলবীর পরামর্শে শেষ পর্যন্ত ভিডিও কলেই বিয়ে দেওয়ার কথা স্থির হয়। দুজনে রয়েছেন নিজের নিজের বাড়িতে। যোগাযোগ শুধু ভিডিও কলিংয়ের মাধ্যমে। সেখানেই হবু বর কনে একে অপরকে দেখেন। নিকাহ কবুল করেন কিনা? এই প্রশ্নের উত্তরে লাজুক গলায় কনে তিনবার উচ্চারন করেন, কবুল হ্যায়, কবুল হ্যায়, কবুল হ্যায়। ব্যাস বিয়ে সারা। বাইরে লকডাউন চলছে তো কি হয়েছে? কোনও রকম জমায়েত ছাড়া, একে অপরের পাশাপাশি না থেকেও শুধুমাত্র চোখের দেখা দেখেও যে বিয়ে করা যায় সেটাই প্রমাণ করলেন এই দম্পতি। তবে লকডাউন উঠলে বড় করে অনুষ্ঠান করারই ইচ্ছা রয়েছে তাদের।
#WATCH Maharashtra: 'Nikah' of a couple was performed through video call in Aurangabad yesterday amid lockdown due to #Coronavirus pandemic. pic.twitter.com/jHGTOblrAt
— ANI (@ANI) April 4, 2020
সংবাদ সংস্থা ANI এর তরফে এই ভিডিওটি পোস্ট করা হয়। আপাতত ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও। দম্পতির কাণ্ড দেখে অবাক নেটজনতাও।