একা পুজো সামলাতে পারবে না মেয়ে! মানবিকতার দোহাই দিয়েও জামিন পেলেন না কেষ্ট

বাংলাহান্ট ডেস্ক : এত চেষ্টা করেও লাভের লাভ কিছুই হল না। জামিন পেলেন না কেষ্ট। গোরুপাচার মামলায় (Cattle Smuggling Case) সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এখন তাঁর নতুন ঠিকানা আসানসোলের সংশোধনাগার (Asansol Special Correctional Home)। এদিকে আহ বুধবারই তাঁর বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হয়। আবারও অনুব্রতকে তোলা হয় আদালতে। সেখানে জামিনের জন্য আবেদন করেন তিনি। অন্তত মানবিকতার খাতিরে যাতে তাঁকে জামিন দেওয়া হয় তার জন্য কাতর ভাবে আবেদন জানান। কিন্তু সেই আবেদনও খারিজ করে দেয় আদালত। আবার তাঁকে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। প্রায় ৩৯ দিন তাঁকে সংশোধনাগারে থাকতে হবে বলে জানা গিয়েছে।

গত ১১ অগাস্ট গোরুপাচার মামলায় অনুব্রতকে গ্রেফতার করা সিবিআই । তখন বেশ কিছুদিন সিবিআই হেফাজতে ছিলেন তিনি। তারপর থেকেই বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন তিনি। আজ বুধবারই তাঁর বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হয়। বুধবার আবারও আদালতে জামিনের জন্য আবেদন করেন কেষ্ট। আদালতে তিনি জানান, ‘আমার বাড়িতে পুজো হয়। আমার মেয়ে একা, সে পুজো সামলাতে পারবে না। তাই মানবিকতার খাতিরে অন্তত আমাকে জামিন দেওয়া হোক।’ কিন্তু, তাঁর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়। আবারও তাঁকে পাঠানো হয় বিচার বিভাগীয় হেফাজতে।

আজ সকালে সংশোধনাগার থেকে আদালতে যাওয়ার পথে সাংবাদিকদের সামনেও জামিন নিয়ে মন্তব্য করেন অনুব্রত। খুব সকালেই তাঁকে আসানসোল সংশোধনাগার থেকে আদালতে নিয়ে যাওয়া হয়। তখনই জানা যায় জামিনের জন্য আদালতে জোরালো দাবি করবেন অনুব্রত। যাওয়ার পথেও তিনি সংবাদমাধ্যমে দাবি করেন, ‘গোরুপাচারের সঙ্গে আমার সরাসরি কোনও যোগ নেই। আমি ভীষণ অসুস্থ। আমাকে এবার জামিন দেওয়া হোক।’

কিন্তু এত কিছু করেও জামিন পেলেন না তিনি। তাঁর আবারও বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। এই মামলার পরবর্তী শুনানির তারিখ ৫ অক্টোবর। তবে সেদিন পুজোর ছুটি থাকায় শুনানি হবে না। এরপর ১৯ অক্টোবরও শুনানির দিন ধার্য করা হয়। কিন্তু, সেদিনও ছুটি থাকায় শুনানি হবে না বলে জানা গিয়েছে। এরপর শুনানির জন্য ২৯ অক্টোবর তারিখটি বেছে নেওয়া হয়। তার জেরে টানা ৩৯ দিন তাঁকে সংশোধনাগারেই থাকতে হবে বলে জানা গিয়েছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর