জেরায় অসুস্থ, বুকেও ব্যথা! SSKM-এ নিয়ে যাওয়া হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে

বাংলা হান্ট ডেস্কঃ আদালতের তরফ থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার ইডির ম্যারাথন জেরার সময় থেকেই অসুস্থতা বোধ করছিলেন তিনি। এবার শনিবার তাঁকে আদালতে তোলা হলে, পার্থর আইনজীবী তাঁকে হাসপাতালে ভর্তি করানোর আবেদন করেন।

আইনজীবীর আর্জির পর আদালত পার্থবাবুকে SSKM-এ গিয়ে শারীরিক পরীক্ষা করানোর অনুমতি দিয়েছে। সোমবার সেই রিপোর্ট আদালতে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে SSKM কর্তৃপক্ষকে।

উল্লেখ্য, শুক্রবার সাতসকালে শিল্পমন্ত্রীর বাড়িতে হানা দেয় ইডি। চলে ম্যারাথন জেরা। এমনকি তাঁকে কারও সাথে যোগাযোগও করতে দেওয়া হয়নি বলে জানা যায়। এরপর বিকেলে পার্থ ঘনিষ্ঠ মডেল তথা অভিনেত্রী অর্পিতা মুখার্জির বাড়ি থেকে ২১ কোটি টাকা উদ্ধার করে ইডি।

বিপুল পরিমাণে এই টাকা উদ্ধারের পরই আশঙ্কা করা হয়েছিল যে, পার্থকে গ্রেফতার করা হতে পারে। আর সেই আশঙ্কা সত্যি করে শনিবার পার্থকে গ্রেফতার করা হয়। এরপর তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে মন্ত্রীর আইনজীবী পার্থবাবুর শারীরিক সমস্যা এবং বুকে ব্যথার কথা জানান। আইনজীবীর কথা শুনে পার্থকে SSKM-এ পরীক্ষা করার অনুমতি দেওয়া হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর