‘এটা বিজেপির চাল, আমি কোনও অন্যায় করিনি”, চেঁচিয়ে চেঁচিয়ে দাবি অর্পিতার

বাংলা হান্ট ডেস্কঃ সকাল সকাল পার্থ চট্টোপাধ্যায়ের পরপরই অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বাড়ি থেকে ২১ কোটি টাকা নগদ, ৫০ লক্ষের উপরে সোনার গহনা ও ২০টি মোবাইল পাওয়া গিয়েছে। এরপরই ইডি তাঁকে গ্রেফতার করে। আর সেই গ্রেফতারির পরেই তিনি চিল্লিয়ে চিল্লিয়ে বলেন যে, তিনি কোনও অন্যায় করেননি। সব বিজেপির চাল।

অর্পিতাকে যখন তাঁর ডায়ামন্ড সিটির ফ্ল্যাট থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই সাংবাদিকদের সামনে চেঁচিয়ে এই কথা বলেন তিনি। পাশাপাশি তিনি এও অভিযোগ করেন যে, তাঁকে ইডি টর্চার করছে। শেষমেশ তিনি এসব ঘটনাকে বিজেপির চাল বলেও আখ্যা দেন।

সূত্র মতে খবর, অর্পিতার বাড়ি থেকে শুধু কাঁড়ি কাঁড়ি টাকাই নয়, SSC-র অ্যাডমিট কার্ড ও উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সেই টাকাগুলো বাজেয়াপ্ত করার জন্য ট্রাক ভর্তি ট্রাঙ্ক পাঠিয়েছে RBI। তবে, তাঁর বিরুদ্ধে যতই অভিযোগ উঠুক না কেন, তিনি নিজেকে নির্দোষ আর সবকিছু ষড়যন্ত্র বলেই আখ্যা দিয়েছেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর