এবার থেকে বিরাট সুবিধা বুকিংয়ের সময়! ট্রেনের লোয়ার বার্থ নিয়ে নয়া নিয়ম রেলের

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় রেল (Indian Railways) আমাদের দেশের লাইফ লাইন। প্রতিদিন ট্রেনে চেপেই সফর  করেন লক্ষ লক্ষ রেল যাত্রী। তাই কাছের হোক কিংবা দূরের যেকোনো প্রান্তে সফরের জন্যই ভারতীয় রেলকেই চোখ বুজে ভরসা করে থাকেন অসংখ্য যাত্রী।

তাছাড়া যাত্রীদের সুবিধার জন্য প্রতিনিয়ত নিত্য নতুন পরিষেবা আনা হচ্ছে ভারতীয় রেলের তরফ থেকেও। ঠিক তেমনি দূরপাল্লার ট্রেনে লোয়ার বার্থের সিটের ক্ষেত্রে আগে থেকেই বিশেষ অগ্রাধিকার পেতেন প্রতিবন্ধী যাত্রীরা।

   

এবার এই লোয়ার বার্থের (Lower Berth) সিট নিয়েই আরও  এক নতুন নিয়ম এনেছে ভারতীয় রেল। যার ফলে রেলের  নতুন নিয়ম অনুযায়ী শুধু প্রতিবন্ধী যাত্রীরাই  নয় একইসঙ্গে এই সফরকালীন সময়ে ওই যাত্রীর পরিবারের সদস্যরাও নীচের বার্থের সিটের বিষয়ে অগ্রাধিকার পাবেন।

rail 2

এর ফলে তাদেরও ব্যাপক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। খুব স্বাভাবিক ভাবেই কোনো প্রতিবন্ধী মানুষ দূরপাল্লার ট্রেনে সফরকালীন সময়ে যদি কোন আপার বার্থের সিট পান স্বাভাবিকভাবেই তাদের নামা-ওঠা করতে খুবই অসুবিধা হয়।

আরও পড়ুন: কলকাতার গরমে নাজেহাল? পাড়ি দিন উত্তরাখণ্ডে! এই শক্তিপীঠে পা দিলেই শান্ত হবে শরীর, মন

তাই এই সমস্ত বিশেষ শ্রেণীর যাত্রীদের কথা ভেবেই তাঁদের সফর আরও বেশি নিরাপদ এবং আরামদায়ক করে তুলতেই এই নতুন নিয়ম এনেছে ভারতীয় রেল। এপ্রসঙ্গে রেল বোর্ডের তরফে পরিষ্কার জানানো হয়েছে, এবার থেকে স্লিপার শ্রেণির বগিতে ২টো থেকে ৪টে নীচের এবং মাঝের সিট সংরক্ষিত থাকবে। একইভাবে এসি থ্রি টিয়ার কোচে ২টি সিট সংরক্ষিত থাকবে।

train 3

আর এই সমস্ত সংরক্ষিত সিটে এবার থেকে বয়স্ক মানুষ, একা সফর করা মহিলা কিংবা সঙ্গে ছোট শিশু নিয়ে সফর করা মহিলা অথবা বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরা সফর করতে পারবেন। যদিও এরফলে এবার থেকে অন্যান্য সাধারণ যাত্রীদের লোয়ার বার্থের সিট পেতে সমস্যা হতে পারে।তাই এক্ষেত্রে রেলের তরফে সাধারণ যাত্রীদের জন্য অনেক আগে থেকেই টিকিট কাটার পরামর্শ দেওয়া হয়েছে।

কারণ শুরুর দিকে অনেক আসন ফাঁকা থাকে। তাই এই সময়ে অপশন বেশি থাকায় লোয়ার বার্থের সিট পেতে সুবিধাও হয়।তাই বোঝাই যাচ্ছে নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে শুধুমাত্র বিশেষ শ্রেণীর যাত্রীরাই ট্রেনের লোয়ার বার্থের সিটের অগ্রাধিকার পাবেন। তাই এই নতুন নিয়মে আগামীদিনে ব্যাপক সুবিধা পেতে চলেছেন প্রবীণ নাগরিক এবং একা সফর করা মহিলারা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর