মহিলাকে গুঁতিয়ে খুন! ভেড়াকে তিন বছরের কারাদণ্ড ঘোষণা আদালতের, করা হল জরিমানাও

বাংলাহান্ট ডেস্ক : মানুষের জন্য তৈরি আইন কি পশুদের জন্যও প্রযোজ্য? বিশ্বের বহু দেশেই প্রাণী হত্যার অপরাধে মানুষ কঠিন থেকে কঠিন সাজা পেয়েছে। ছাড় পাননি বলিউড সুপারস্টার সলমান খানও। কৃষ্ণসার মৃগ হত্যা মামলায় জেল খাটতে হয়েছে তাঁকেও। তবে মানুষকে হত্যার অভিযোগে প্রাণীর সাজা পাওয়ার ঘটনা সত্যিই বিরল। তেমনই এক ঘটনা ঘটেছে আফ্রিকা মহাদেশের দক্ষিণ সুদানে। এক মহিলাকে গুঁতিয়ে খুনের অপরাধে তিন বছরের জন্য এক ভেড়াকে কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সে দেশের আদালত।

একজন বয়স্ক মহিলার ওপর আক্রমণের অভিযোগ উঠেছিল এক ভেড়ার বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গত সপ্তাহে। প্রশাসন প্রথমে আটক করে অভিযুক্ত ভেড়াটিকে। চলে বিচার পর্ব। অভিযোগ প্রমাণিত হলে হত্যার অভিযোগে তিন বছরের কারাদণ্ড দেয় আদালত। ৪৫ বছরের এক মহিলাকে রাস্তার মাঝে আচমকাই আক্রমণ করে অভিযুক্ত ভেড়া। একাধিকবার গুঁতিয়ে রাস্তায় ফেলে দেয়। সেখানেই রক্তক্ষরণ হয় ওই মহিলার এবং খানিকক্ষণের মধ্যেই মারা যান।

আদালত জানিয়েছে, ওই মহিলার কোনও দোষ ছিল না। বিনা কারণেই তাকে আক্রমণ করে অভিযুক্ত ভেড়াটি। ভেড়াটিকে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে মৃত ওই মহিলার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে। এ জন্য ভেড়ার মালিককে ওই পরিবারকে পাঁচটি গরু দিতে হবে।

এই ঘটনার প্রসঙ্গে দক্ষিণ সুদানের আদালত জানিয়েছে, প্রচলিত আইনের ভিত্তিতেই অভিযুক্ত ভেড়াটিকে তিনবছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সঙ্গে সেটির মালিককে পাঁচটি গরু জরিমানাও করা হয়েছে। ওই রাজ্যের আইনে পশুর হাতে মানুষ খুন হলে এমন সাজা ও মালিককে জরিমানার বিধান রয়েছে।

Sudipto

সম্পর্কিত খবর