সংশোধনাগারে আংটি পরে ঘুরে বেড়াচ্ছেন পার্থ! কড়া নির্দেশ আদালতের, জামিন কি আর পাবেন না?

বাংলা হান্ট ডেস্ক : এবার আংটি নিয়ে বিপাকে পার্থ। জেলে গিয়েও পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ট্রিমড ফ্রেঞ্চকাট দাড়ি রাখছেন তা সকলেরই চোখে পড়েছে। কিন্তু হাতের আংটি নিয়ে যে এমন সমস্যা হবে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা (TMC Leader)। মুখে তাঁকে পড়তে হবে কে জানত।

আজ বুধবার পার্থর একটি মামলার ভার্চুয়াল শুনানি ছিল। সেই শুনানিতে বিচারক পার্থর উদ্দেশে প্রশ্ন করেন, ‘আপনি তো জেলবন্দি (Inside Jail)। আপনার হাতে এতগুলো আংটি কেন? আপনি জানেন না যে, জেলবন্দিদের হাতে আংটি রাখা যায় না?’ এর উত্তরে, তৃণমূলের প্রাক্তন মহাসচিব বলেন, ‘এগুলো সোনার আংটি নয়। আমি স্বাস্থ্যের কারণে দীর্ঘদিন ধরেই এগুলো ধারণ করি।’

   

partha chatterjee

ইডি-র আইনজীবীর উদ্দেশে বিচারক এই প্রসঙ্গে প্রশ্নও করেন। জবাবে আইনজীবী বলেন, পার্থকে যখন নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করানো হয়েছিল তখন তাঁর হাতের আংটি খুলিয়ে আনা হয়েছিল। তার পর হাতে আংটি কোথা থেকে এল তাঁরা জানেন না! ইডির আইনজীবী আদালতে প্রশ্ন তোলেন, তার মানে পার্থবাবু কতটা প্রভাবশালী যিনি জেলে আংটি আনিয়ে পরেছেন!

বিচারক জেল কর্তৃপক্ষকেও প্রশ্ন করেন, আপনারা কি জানেন না যে এটা জেল কোডের পরিপন্থী? এই সময়েই টেকনিক্যাল গোলোযোগ হয়। দুপুর তিনটে পর্যন্ত জেল কর্তৃপক্ষ কোনও উত্তর দেয়নি। এখন দেখার পার্থর আংটি নিয়ে কী নির্দেশ দেয় আদালত।

জেলে আংটি পরে থাকায় পার্থর জামিন পাওয়া আরও মুশকিল হয়ে গেল বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। পার্থর মতো একজন ম্যানেজমেন্ট কর্তা ও দীর্ঘদিনের রাজনীতিবিদ জেলে যে অলঙ্কার পরা যায় না এটা জানেন না বলে কখনোই মেনে নেবে না আদালত।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর