বাংলা হান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের কয়েক জন নেতা-নেত্রীর বিরুদ্ধে অমাননাকর মন্তব্যের অভিযোগ তুলে প্রয়াত প্রাক্তন তৃণমূল বিধায়ক দীপক ঘোষের ‘বিতর্কিত’ বই নিয়ে মামলা দায়ের করেছিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। নেত্রীর আবেদনে সায় দিয়েছে বারাসত আদালত (Barasat Court)। দীপক ঘোষের ‘বিতর্কিত’ বইয়ের উপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছে নিম্ন আদালত।
মমতাকে নিয়ে লেখা ‘বিতর্কিত’ বইয়ে নিষেধাজ্ঞা জারি | Mamata Banerjee
মঙ্গলবার বারাসত ফার্স্ট কোর্টের সিভিল জজ (জুনিয়র ডিভিশন) মানহানির অভিযোগ সংক্রান্ত আবেদনের ভিত্তিতে, ওই ‘বিতর্কিত’ বইটির প্রকাশনা, বিক্রয়, বিতরণ এবং প্রচারে আনুষ্ঠানিক ভাবে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছেন। আদালত জানিয়েছে, আগামী ১৭ সেপ্টেম্বরের মামলার পরবর্তী শুনানি পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই নিষেঝাজ্ঞা জারি থাকবে।
তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের করা আবেদনের ভিত্তিতে মঙ্গলবার নিষেধাজ্ঞার নির্দেশ দেওয়া হয়েছে। কাকলি পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার বলেন, ”মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রাক্তন আইএএস, তৃণমূলের প্রাক্তন বিধায়ক দীপক ঘোষ বই লিখেছেন। সেখানে আমার মা (কাকলি) এবং বাবা (রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদার)-কে নিয়েও কিছু বিতর্কিত জিনিস লেখা ছিল। ”
তিনি জানান, আলিপুর আদালতে এবং বারাসত আদালতে এই নিয়ে মামলা করা হয়েছে। আদালতের নিষেধাজ্ঞার পর ওই বই ছাপা, বিক্রি বা প্রচার করা যাবে না জানিয়েছিলেন কাকলির পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। এই নিয়ে এরপর উচ্চ আদালতে যাওয়ার কথাও বলেছেন তিনি।
আরও পড়ুন: ‘রিপোর্ট জমা করুন’, দিঘার জগন্নাথ মন্দির নিয়ে হাইকোর্টে মামলা, রাজ্যকে বড় নির্দেশ দিলেন বিচারপতি
বৈদ্যনাথের কথায়, উচ্চ আদালতে যাওয়ার পাশাপাশি ওই বই যারা ছাপিয়েছেন এবং তার প্রকাশক এবং পরিবেশকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনি পদক্ষেপ করা হবে এরপর। উল্লেখ্য, তৃণমূলনেত্রী মমতার রাজনীতি ও জীবন নিয়ে দীপকের লেখা বই নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল রাজনৈতিক মহলে। এখনও সেই বই নিয়ে চর্চা অব্যাহত। সাম্প্রতিক সময়েও একাধিকবার ওই ‘বিতর্কিত’ বইয়ের সূত্র ধরে মমতাকে আক্রমণ করতে ছাড়েননি বিজেপি শিহরণ বিরোধী দলগুলির।