করোনা যুদ্ধে মানবিক অস্ট্রেলিয়ান ক্রিকেট মিডিয়া

বাংলা হান্ট ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা ভারত।এই মুহূর্তে করোনায় প্রতিদিন প্রায় তিন লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন দিনপ্রতি দুই হাজারের বেশি মানুষ। হাসপাতালগুলোয় অক্সিজেনের জন্য হাহাকার। রাস্তায় অ্যাম্বুলেন্সের আওয়াজ। দেশ-বিদেশ থেকে সাহায্য আসছে। কিন্তু সেটাও যথেষ্ট নয়।এমন অবস্থায় এগিয়ে এল অস্ট্রেলিয়ার ক্রিকেট মিডিয়া অ্যাসোসিয়েশন।করোনার বিরুদ্ধে যুদ্ধে ৪ হাজার ২০০ ডলার দান করল সংস্থাটি।

ওই সংস্থাটির পক্ষে সাংবাদিক বেন হর্ণ লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার ক্রিকেট মিডিয়ার সঙ্গে ভারতের একটা বিশেষ যোগাযোগ রয়েছে।ভারতের মানুষ এই মুহূর্তে করোনার বিরুদ্ধে লড়াই করছে।অস্ট্রেলিয়ার ক্রিকেট মিডিয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাই যত্সামান্য অর্থ দান করা হল।আশা করছি ভারতের এই বিপদে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।’

রাজস্থান রয়্যালসের পথে  হেঁটেছিল দিল্লি ক্যাপিটালস। মহামারির সময়ে দেশবাসীর পাশে দাঁড়াতে তারা বাইশগজে়র বাইরে উন্মুক্ত করল নিজেদের গতিবিধি। রাজস্থান রয়্যালস করোনা ত্রাণে বিশাল অর্থ খরচ করার কথা জানানোর কিছুক্ষণ পরেই আইপিএলের দিল্লি ফ্র্র্যাঞ্চাইজির তরফেও বড় অঙ্কের অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়।

প্যাট কামিন্স, ব্রেট লি, রিকি পন্টিং, শেল্ডন জ্যাকস, শ্রীবত্স গোস্বামীরা ব্যক্তিগতভাবে করোনা মহামারির বিরুদ্ধে ভারতের লড়াইয়ে সামিল হয়েছেন। হরভজন সিংও ব্যক্তিগত উদ্যোগে মাঠে নেমেছেন মহামারির বিরুদ্ধে। কলকাতা নাইট রাইডার্স মহামারির শুরুর দিকেই তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। প্যাট কামিন্সদের দেখে এস্তোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন ভারতকে অর্থ সাহায্য করেছে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে এক কোটি টাকা দান করেছেন সচিন তেন্ডুলকরও।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর