বাংলা হান্ট ডেস্কঃ দেশে করনাভাইরাসের বর্তমান পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য মন্ত্রালয় মঙ্গলবার প্রেস কনফারেন্স করে। স্বাস্থ্য মন্ত্রালয়ের তরফ থেকে সংযুক্ত সচিব লব আগরওয়াল (Lav Agarwal) জানান, লকডাউনের সাথে সাথে আমাদের দেশে সংক্রমণ থেকে সুস্থ হওয়ার হার বেড়েছে।
লব আগরওয়াল জানান, বিশ্বে অন্য দেশ গুলোর তুলনায় আমাদের দেশে সংক্রমণের মামলা অনেক কম। এছাড়াও মৃত্যুর হারের মামলায় আমরা অন্যান্য দেশ গুলোর থেকে ভালো পরিস্থিতিতে আছে। আমরা এখন বেশি পরিমাণে টেস্ট করার পরিকল্পনা নিয়েছি।
A total of 60,490 patients have recovered so far from #COVID19. Recovery rate continues to improve and presently it is 41.61%. The fatality rate is one among the lowest in the world, it is 2.87% now: Lav Agarwal, Union Health Ministry Joint Secretary. #COVID19Pandemic pic.twitter.com/b8WcIT0fHI
— ANI (@ANI) May 26, 2020
লব আগরওয়াল জানান, করোনার সংক্রমণ থেকে এখনো পর্যন্ত গোটা ভারতে ৬০ হাজার ৪৯০ জন সুস্থ হয়ে উঠেছেন। মার্চ মাসে ৭.১ শতাংশ রিকভারি রেট ছিল, যেটা এখন বেড়ে ৪১.৬১ শতাংশ হয়ে গেছে। প্রেস কনফারেন্সে আইসিএমআর এর মহানির্দেশক ডাক্তার বলরাম ভার্গভও উপস্থিত ছিলেন।