বাংলা হান্ট ডেস্কঃ গোটা দেশে নিজের প্রভাব বিস্তার করেছে করোনা ভাইরাস। আর এরই মধ্যে ভারতীয় সেনার এক জওয়ানের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে বলে খবর।শোনা যাচ্ছে যে সম্প্রতি ওই জওয়ানের বাবা ইরান গেছিলেন। লাদাখের স্কাউটের জওয়ান এর মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়ার পর তাঁর পরীক্ষা করা হয়েছে, যেটার রেজাল্ট পজিটিভ বেরিয়েছে। এরপর ওই জওয়ানকে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও তাঁর বোন এবং স্ত্রীকেও আইসোলেশনে পাঠানো হয়েছে।
সেনা সূত্র অনুযায়ী, এক ৩৪ বছর বয়সী জওয়ানের মধ্যে পজিটিভ রেসাল্ট পাওয়া গেছে। সেনার মধ্যে এটাই প্রথম কোভিড-১৯ লক্ষ্যণ পাওয়া গেলো। লেহ এর চুহট গ্রামের বাসিন্দা এই জওয়ান তাঁর বাবার সাথে ছিল। ওনার বাবা ২০ ফেব্রুয়ারি এয়ার ইন্ডিয়ার বিমানে করে ইরান থেকে ভারতে এসেছিলেন আর ২৯ ফেব্রুয়ারি তিনি লাদাখের আইসোলেশনে ভর্তি হন।
ওই জওয়ান ২৫ ফেব্রুয়ারি ছুটিতে ছিলেন আর ২রা মার্চ তিনি কাজে যোগ দেন। সূত্র থেকে জানা যায় যে, ১৬ই মার্চ ওনার টেস্ট পজিটিভ বের হয়। সোনাম নুরবো মেমোরিয়াল হাসপাতালে ওই জওয়ানকে আইসোলেট করা হয়। সেখানে হার্ট ফাউন্ডেশনে ওনার বোন আর ওনার স্ত্রী সমেত দুই বাচ্চাও ভর্তি আছে।
সূত্র জানায় যে, জওয়ানের কাছাকাছি আসা সমস্ত মানুষকে আলাদা রাখা হয়েছে। স্বাস্থ্য আধিকারিক অনুযায়ী, দেশের বিভিন্ন অংশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আরো দশটি মামলা সামনে এসেছে। এই ঘাতক ভাইরাসে ভারতে এখনো পর্যন্ত ১৪৭ জন আক্রান্ত হয়েছে।